চলতি মৌসুমের শুরুতে চেলসিতে চার বছরের চুক্তিতে ফিরে আসেন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত দলটির কোচ হিসেবে দুটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপসহ মোট ছয়টি শিরোপা জয়ী পর্তুগালের মরিনিয়ো।
সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলোকে মরিনিয়ো বলেন, “গত ছয় বছরের মধ্যে এটাই সবচেয়ে বাজে চুক্তি। তবে এখানে আমি এসেছি কারণ দলটিকে আমি ভালোবাসি, এখানে কাজ করতে আমি ভালোবাসি। এখানকার লক্ষ্যটা ভিন্ন ধরণের। ”
“১২ বছর এখানে আমি থাকতে চাই” যোগ করেন মরিনিয়ো।
আগামী মাসে ৫১ বছর পূর্ণ করবেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই কোচ। চেলসির হয়ে লম্বা কোচিং অধ্যায় শেষে দুই বছর কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চান স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনিয়ো।
“সেক্ষেত্রে আমার প্রথম পছন্দ পর্তুগালের জাতীয় দল। দ্বিতীয় পছন্দ ইংল্যান্ড। ”
তবে ইচ্ছে পূরণটা যে চেলসি কর্তৃপক্ষের সঙ্গে তার মতের মিল হলেই শুধু সম্ভব- সেটাও জানালেন তিনি।
মরিনিয়ো বলেন, “আশা করি চুক্তির চার বছর শেষে আমরা এই সময়ের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করবো। তারপর আমি এবং ক্লাব- উভয় পক্ষ মিলে সিদ্ধান্ত নেব, আমরা এক সঙ্গে থাকতে চাই, না আলাদা হতে। ”
তবে চেলসি শিবিরে দীর্ঘদিন থাকার পরিকল্পনার কথা জানালেও মরিনিয়োর অতীত রেকর্ড কিন্ত ভিন্ন ইঙ্গিত দেয়। প্রধান কোচ হিসেবে কোনো দলেই চারটি মৌসুমও পূর্ণ করেননি এ পর্যন্ত চারটি লিগে সাতটি শিরোপা ও দুইটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পাওয়া মরিনিয়ো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।