আমাদের কথা খুঁজে নিন

   

চেলসিতে ফিরলেন মরিনহো

মরিনহোর চেলসি প্রত্যাবর্তনের খবরটা প্রায় নিশ্চিতই ছিল। আজ আনুষ্ঠানিকতা সেরে ফেললেন এই পর্তুগিজ কোচ। দ্বিতীয় দফায় চেলসির সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’।
২০০৪ সালে প্রথমবারের মতো চেলসিতে যোগ দিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা কোচ হোসে মরিনহো। সেবার সফল তিনটি বছর তিনি কাটিয়েছিলেন স্ট্যামফোর্ড ব্রিজে।

টানা দুটি মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছিলেন চেলসিকে। এবারও তিনি চেলসিকে সাফল্যমণ্ডিত অবস্থায় নিয়ে যেতে পারবেন বলে মনে করছেন ক্লাবটির প্রধান নির্বাহী রন গুরলে। তিনি বলেছেন, ‘তিনি আগেও এখানে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন এবং এখনো আছেন। এখানে সবাই আবার তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে। মরিনহোকে চেলসিতে স্বাগত জানাতে পেরে আমার খুবই ভালো লাগছে।

আমাদের লক্ষ্য হচ্ছে বড় বড় সাফল্য অর্জনের মাধ্যমে ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর আমরা বিশ্বাস করি, মরিনহোই এই কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারবেন। ’
আগামী ১০ জুন স্ট্যামফোর্ড ব্রিজে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নেবেন মরিনহো। — বিবিসি অনলাইন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।