আমাদের কথা খুঁজে নিন

   

চেলসিতে আবার মরিনিয়ো-অধ্যায়

২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ‘ব্লুজ’ নামে পরিচিত দলটিকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং একটি এফএ কাপসহ ৬টি শিরোপা এনে দিয়েছিলেন তিনি। সাম্প্রতিক ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচকে ফিরে পেয়ে দারুণ খুশি চেলসির প্রধান নির্বাহী রন গোর্লে। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “চেলসিতে জোসেকে আবার স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। এর আগে স্পেনের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “আমি মনে করি লন্ডনের মানুষ আমাকে ভালোবাসে। জীবনে এটারই খোঁজ করতে হবে আপনাকে। জীবন সুন্দর হলেও সংক্ষিপ্ত। আর তাই নিজের জন্য সেরা জায়গাই আপনাকে বেছে নিতে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।