রোববার আবার রিয়ালের সভাপতি নির্বাচিত পেরেজ বলেন, “মরিনিয়ো চেলসিতে যাচ্ছেন। সম্ভবত সোমবার তিনি তাদের (চেলসি) নতুন কোচ হিসেবে নিযুক্ত হবেন। আমরা তাকে শুভকামনা জানাই।”
এ নিয়ে দ্বিতীয় বারের মতো চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন রিয়ালের সদ্য বিদায়ী কোচ মরিনিয়ো। এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে লন্ডনের ক্লাবটিকে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং একটি এফএ কাপসহ ৬টি শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
শনিবার স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে মরিনিয়োর অধীনে শেষ বারের মতো মাঠে নামে রিয়াল। মাদ্রিদ থেকে জয় নিয়েই বিদায় নিচ্ছেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচ। ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।