ইকোনোমিস্ট
খালেদা বেগম গত মার্চ থেকে শুরু করেছেন হরতাল, 'সরকার পতনের আন্দোলন', 'এক দফা', 'ফাইন্যাল রাউন্ড', '২৪-৪৮-৭২-৮৪ ঘন্টার হরতাল', 'অবরোধ', '৫ দিনের অবরোধ'; আর বাকী কি আছে? ওহ, বাকী আছে 'অসহযোগ': অসহযোগ সর্বশেষ করেছিলেন বাংগালীরা, ১৯৭১ সালের ৭ই মার্চ থেকে ২৫ শে মার্চ অবধি; খালেদা বেগম শেষে শেখ সাহেবের মেয়েকে সরাতে শেখ সাহেবের পথ ধরেছে।
খালেদা বেগমের সব চেস্টার ফলাফল হচ্ছে: হাসিনা নিজ জায়গায় বহাল আছে; চেস্টা কিন্তু বৃথা যায়নি: জাতির পোংগা মারা গেছে: শবির গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, জিডিপি অর্ধেক হয়ে গেছে, ১০৫ বিলিয়ন ডলারের জাতীয় সম্পদ ধ্বংস, ৭০০ নিহত, ১৫ হাজার আহত, ১০ হাজার পংগু, চিরস্হায়ী সন্ত্রাসের অভিষেক।
খালেদা বেগম আলটিমেটাম দেবেন যে, সরকার যদি ভোট বন্ধ না করে, উনি জানুয়ারীর ১ তারিখ থেকে 'অসহযোগ' শুরু করবেন: উনি অফিসে যাবেন না। ডোডো বেগম ভুলে গেছে যে, ২৬ তারিক থেকে মিলিটারী নামছে, উনাকে ঘর থেকেও বের হতে দেবে না।
জাতি ডুবে গেছে, সন্দেহ নেই: এখন ক্লিনটন, লুলা বা লি-কুয়ানকে আনলেও জাতিকে স্বাভাবিক করা সহজ হবে না: খালেদা বেগম বা শেখ হাসিনা তো হাসির চোর-ডাকাত।
প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখে, পেছনে মিলিটারী থেকে কিছু দক্ষ লোক দিয়ে একটা সরকার গঠন করে, বিদেশী কিছু অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ েনে দেশকে ৫ বছর চালায়ে স্বাভাবিক অবস্হায় আনা দরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।