বেজি একটি উপকারি প্রাণী। বৈজ্ঞানিক নাম Herpestes javanicus. আমার বাসার আশেপাশে প্রায়ই দেখা যায়, বিশেষ করে ভোরবেলা। বর্ষাকালে সাপের উপদ্রব হয় কারণ বাসার আশেপাশে ঝোপঝাড়, জঙ্গল, ডোবা-নালা বেশি আর এসবই সাপের বিচরণ ক্ষেত্র। বেজির প্রিয় খাবার সাপ। তাই সাপে আর বেজিতে শত্রুতা, কথায় আছে সাপে-নেউলে।
আমি সাপ ভয় পাই। তাই বেজি পছন্দ করি। মি লাইকস বেজি। সাপ আমার দুশমন, বেজি সাপের দুশমন, তাই বেজি আমার বন্ধু। বেজির সংখ্যাধিক্যের কারণেই বাসায় এখন পর্যন্ত সাপ ঢুকতে সাহস করেনি।
বেজির জন্য অনেকগুলা লাইক।
আরেকধরনের বেজি আছে। এইটা অপকারি প্রাণী। এইটা সাপ খায় না, বরং সাপ পালে। টেলিফোনে গালাগালি করে।
এইটার দুইটা ছেলে আছে, দুইটাই চোর, খালি চোর না, বিশ্বচোর। এই বেজি খালি হরতাল দেয়। হরতালে ককটেল ফুটায়। বেজির এক ছেলে গ্রেনেডের ব্যবসা করে। তার কাউকে পছন্দ না হলে গ্রেনেড ছুড়ে মারে।
বেজির সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর খুব ভাল সম্পর্ক। আইএসআই-এর টাকায় বেজি হরতাল দেয়, নির্বাচন করে। এই বেজির প্রিয় খাবার মানুষের রক্ত। তাই হরতাল দিয়ে মানুষের রক্ত ঝড়ায়, তারপর চেটেপুটে খায়। এই বেজির জন্য শুধুই ঘৃণা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।