আমাদের কথা খুঁজে নিন

   

বিলুপ্ত হওয়ার পথে যেসব প্রানিঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদোড়(ছবি ব্লগ)


বনরুই। বনরুই। বাঁগডাশ। বেজি। ভোদর।

সজারু। গন্ধগোকুল। মেছোবাঘ। মেঘাবাঘ বা লামচিতা। মেঘাবাঘ বা লামচিতা।

বাংলাদেশে জীববৈচিত্রগত যেসব পরিবর্তন গত দুই দশকে দেখা যায়,তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের বেশ পরিচিত কিছু প্রানির প্রায় বিলুপ্তি। যেমনঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদর,গন্ধগোকুল,সজারু,মেছোবাঘ ও মেঘাবাঘ এগুলো এখন আর দেখা যায় না। অথচ সুদুর অতীতকাল থেকে এরা এ দেশের বাস্তু চক্রের এক অচ্ছেদ্য অংশ। বাস্তু চক্রের এরকম এক একটি স্তরের বিলোপ সাধন পরিবেশগত বিপর্যয়ের এক ভয়াল চিত্র। বাস্তবে আমি নিজে ২০-২২বছর আগেও বনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদর ও সজারু দেখেছি।

কিন্তু এখন মনে হয় চিড়িয়াখানায় ও এগুলো নেই। তেমনি মেছোবাঘ ও মেঘাবাঘ বা লামচিতা এখন আর দেখা যায় না। শুনেছি শ্রীমঙ্গলের সীতেশ বাবুর কাছে এ দুটি জীবিত প্রানি আছে। অথচ সিলেট,শ্রীমংগল ও মৌলবিবাজারের বনে এদের অবাধ যাতায়াত ছিল। মেঘাবাঘ ইদানিং সুমাত্রা ও বোরনিওতে নাকি কিছু দেখা গেছে।

যেসব প্রানি এ দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এদের প্রতি আমার দুর্বলতা আছে,ভবিষ্যতে এরা হয়তো শুধু ছবিতেই থাকবে। আর যারা গত ২০-২২বছরের মধ্যে জন্মেছে,আমার ধারনা তারা এসব প্রানির অনেক গুলোর শুধু নামই শুনেছে,ছবি দেখেনি। তাই ব্লগে কিছু ছবি দিলামঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.