কবঠ আমার এক ছোটভাই, যার নাম আমি হয়তো কোনদিনই বলতে পারব না। তার এক স্টেটাসে বলেছিলাম বেগম সাহেবাকে চুমু খেয়ে নাস্তিকদের যদি শুদ্ধ হতে হয় তাহলে নাস্তিকদের পাপে তিনি যখন মা কালির রুপ ধারন করবেন তখন তো সমস্যা বাড়বে বই কমবে না। তখন প্রশ্ন দ্যাখা দেবে তাকে কালি মন্দির বানিয়ে কালি মন্দিরে প্রতিষ্ঠিত করার। তিনি সম্ভবত আমার সেই মন্তব্যটি কাকতলীয় ভাবে দেখে থাকতে পারেন। আজ সকালেই কাগজে দেখলাম উনি নাকি মুন্শিগঞ্জে ক্ষতিগ্রস্থ কালি মন্দিরের উন্নয়নের জন্য মন্দির পুরহিতের হাতে নগদ অর্থ তুলে দেন।
যাকে বাংলাভাষায় জুতা মেরে গরু দান বলার রেওয়াজ আছে। হিন্দুরাও মানুষ তাদেরও ধর্ম আছে। সনাতন হিন্দু ধর্ম আজকের নয়। কিন্তু নাস্তকরা কি? ওদের জন্য চাই উপযুক্ত শাস্তির ব্যাবস্থা। মরনের পরতো আল্লায় দেখবই লেকিন মরনের আগে তো একটা কিছু আমাগোই করন লাগব তার জন্য যা যা করনের দরকার প্রয়োজনে বেগম জিয়া সব করবেন।
আজ ওরা মন্দির ভাঙ্গছে কাল মসজিদে আমার নির্দেশেই হয়তো আমার লোকেরা ওদের উপর দোষ চাপিয়ে মসজিদে আগুন দেবে। তখন এই সরকার কি করবেন। ষোলকোটি মুসলিম যেদিন জেগে উঠবেন। সেইদিন ফেরাউনের মতো অত্যাচারীও সমুদ্রগর্ভে বিলিন হয়ে গিয়েছিলো। আর আজকের এই শাহাবাগ ও তার দোসর এই আম্বা সরকারের কি হবে সেটা ভেবে ভেবে বেগম গোলাপজানের মতো বেগানা মাইয়া লোকও চিন্তায় অস্থির হইয়া উঠছেন।
যত্তো সব কুকামের ঢেকি এই অকাট নাস্তিকগুলির উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করা না গেলে মুসলমান ধর্মের বারোটা বাজতে আর বেশী দেরী নাই।
জামাত জন্মের পর থেকেই বায়তুল মোকারমের উত্তর সড়ক শহীদ জিয়া জামাতীদের ইজারা দিয়া গিয়েছিলেন বলেই জামাত আজ পর্যন্ত সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারছে কই তাদেরকে কেউ তো কটু কথাটিও বলছে না কারন তারা হযরত শহীদ জিয়ার উত্তরসুরী। বঙ্গবন্ধুই যত নষ্টের গোড়া। খাইয়া দাইয়া উনার কোন কাম নাই বাইছা বাইছা এই মরার দেশেই উনার জন্ম লইবার গেলেন। নাইলে তো জিয়াই হইত জাতীর জনক ওখন হুদাই জামাতবিএনপির জনক হইয়াই কাম চালাইতাছেন।
তা তিনি চালাক, মৃত্যুর পর মৃত মানুষটারে নিয়া গিল্লা করনটা ঠিক না। তবে তিনি যা যা কইরা গেছেন সেই সব ভেজালেরতে বাইরাইতে বাঙ্গালীর আরো একহাজার বছর লগবো। ১. জামাত নামক বিষবৃক্ষের বপন পরিচর্যা ও তার ভবিষ্যত পরিচর্চার যে অনন্য ব্যাবস্থা করিয়া গিয়াছেলেন তার নজির পৃথিবীতে নাই বলিলেই চলে। ২. সুরতে হাল গোলাপজান ওরফে বেগম জিয়ার মথন একজন নেত্রী দেশটারে উপহার দিয়া গেছেন যিনি দ্বিতীয় সুযোগেই রাজাকারগো মন্ত্রী বানাইয়া দেশ ও দশের মুখ গোবর দিয়া লেপিয়া দিছেন। হিন্দু বাঙ্গালীয়ানা থিকা বাইরানের জন্য নিজামীডাকাইত হুজুর ও মোজাহিদি রাজাকাররে দিয়া মিলাদ পড়াইয়া শহীদ মিনারের শহিদগো এয়সা অপমান করলেন যে সাড়া জীবন সার্ফ আল্ট্রা দিয়া ধুইলেও শহীদ মিনার আর পবিত্র হইব না।
তারপরতেই ঐখানে জুয়ারী মদুদি ও নেশা খোররা অভয় অরন্য বানায়া ইস্তেমাল করতাছে। করুক দুনিয়া আনন্দময় যার যা খুশি করুকগা আমাগো কি তবু তো নাস্তিকগো থিকা ভালা।
এই সরকারের সাথে নাস্তিক আর ইহুদিগো লগে খুব ভাল একখান সর্ম্পক আছে। সরকার শাহাবাগ এলাকাটা নাস্তিকগো লেইখা দিছে, দিয়াও খান্ত অহে নাই খাওন পিন্দন ............সব ফ্রী কইরা র্যাব আর পুলিশ দিয়া পাহাড়া দিয়া রাখছে। সাচ্চা মুছুলমান ঘাড়ানার বউ বাচ্চারা এমনভাবে রাস্তায় নামতে পারে, পারে না, পারে না।
হিজাবের কোন হিসাব নাই। বেগম নিজেই এই বুইড়া বয়সে ফিনফিনা সাড়ি পইরা ঠান্ডা গাড়ীত চইরা নাস্তকগো বেদম বকাবকি করতাছেন। তার হিজাব কেঠায় রক্ষা করে তার নাই ঠিক। কিয়ের একখান কথা কেঠায় যিমুন হিকাইয়া দিছে ময়না আর তোতা পাখির মথন কইতেই আছে "ফাসি চাই ফাসি চাই"। কাদের মোল্লার ফাসি যে তোরা চাস, জানস, আসলে ঐ কাদের মোল্লা ।
উই হইল গিয়া জিয়া পরিবারের মোল্লা। হের ফাসি চা্ওন আর জাহারনামে খালেদায় য়াওয়া একই কথা। তাই সব নাস্তিকগো কইতাছি বাচতে চাইলে বেগম গোলাপজানের পায়ে কপাল ঠেকায়া ঠেকায়া পাপ মোচন কইরা আসেন দেখবেন পৃথিবীটাই কেমন সর্গ হইয়া উঠব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।