♦--আত্মহত্যা (suicide)--♦
মানুষের জীবন বিভিন্ন রঙে রঙিন। এই রঙিন মনোভাব সবসময় থাকে না। অনেক সময় আবার এই জীবনটা শুধু কালো বর্ণের রঙে ধারণ করে। মানুষের জীবনে যখন অপ্রত্যাশিত কোন ঘটনা অথবা অপাপ্তি ঘটে ঠিক তখনি মানুষ তার রঙিন
আলোর বিচ্ছুরিত জীবনে শুধু মাত্র কালো বর্ণের রঙের উপস্থিতি লক্ষ করে থাকে। আর এটি পরিবর্তনশীল।
যদি সে পরিবর্তন করতে চায় তবে তার ভুল স্বীকার করে করতে পারে । অন্যথায় নয় । নিজেকে যখন সে ক্ষমা না করতে পারে ঠিক তখনি জীবন বিদ্ধসী হয়ে উঠে। আর যখন অপরাধবোধ বুঝতে পেরে সে সামনে এগিয়ে যেতে চায় তবেই সে জীবন মুখী হয়ে উঠে। ঠিক এরপরেই আবার জীবন বিভিন্ন রঙের আলোর বিচ্ছুরনে জীবন আলোকিত হয়ে উঠে।
আত্মহত্যাঃ মানুষ যখন কোন ভুল করে অথবা তার জীবনে অপ্রত্যাশিত কোন ঘটনা ঘটে যায় ঠিক তখন তার ভুলকে ক্ষমা না করতে পেরে/ চক্ষু লজ্জার কারণে নিজেকে অন্যর মাঝ থেকে লুকানোর জন্য স্বেচ্ছায় নিজের জীবন ত্যাগ করে তাকে আত্মহত্যা (suicide) বলা হয়।
♦মানুষ তার জীবনের দুইটা সময়ে আত্মহত্যার প্রবণতা হয়ে থাকে ।
১। বৃদ্ধ সময়টায়।
২।
কিশোর/কিশোরী সময়টায় ।
♦আত্মহত্যা দুই ধরনের –
1. পরিকল্পনা (Plan)
2. আবেগতারিত হয়ে। (Emotion)
পরিকল্পনাঃ - বৃদ্ধ বয়সে ছেলেমেয়েদের দুঃব্যবহার,সন্তানের অপ্রত্যাশিত আচরণ,সম্পর্কের অবনতি ইত্যাদি ।
আবেগপ্রবণতাঃ এই ধরনের আত্মহত্যা বিশেষ করে টিনএজ ছেলেমেয়েদের প্রভাবিত করে। যেমন- ইভটিজিং(মানসম্মান হনন), প্রেমে ব্যর্থ,পরীক্ষায় খারাপ করা, যে কোন মানসিক অত্যাচার ইত্যাদি।
বিঃদ্রঃ বিবৃতি টি লিখতে কয়েকটি বিদেশি লেখকের বই এর সহায়তা নেওয়া হয়েছে। আজ কাল পত্র পত্রিকা/ মিডিয়াতে লক্ষ করলেই আত্মহত্যার চিত্রের প্রকাশ পাওয়া যায়। যা আমাদের কখনো কাম্য নয়। আমি বিশ্বাস করি পরিবর্তনের যুগে বাস করে আমাদের আরো পরিবর্তন হবে। এই পরিবর্তনে কার/কোন বাক্তির( যে এখন কিশোর/কিশোরী) ভুমিকা থাকবে।
সেটি নির্দিষ্ট করে বলা যাবে না। তাই আমাদের জীবনমুখী শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর আমাদের একটু সচেতনতাই(আচরনের ক্ষেত্রে) কি পারবে না আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে ?
আজ আর নয় দেখা হবে আবার কোন এক টিউনে। আমার একটা চিন্তামূলক পেজ অনুধাবন সময় হলে ঘুরে আসতে পারেন আর ভালো লাগলে মেম্বার হয়ে যেতে পারেন। সবাইভালো থাকুন ,সুস্থ থাকুন দেশের বিপর্যয়গ্রস্ত অবস্থায় সব সময় নিজেকে নিরাপদে রাখুন।
ধন্যবাদ।
লিখাঃ~ ইমরান মিঠুন
ফিচার লেখক(প্রিয় ডট কম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।