দিন কয়েক পূর্বে কালো বিড়ালের কিঞ্চিত বদনাম গাহিয়া একখানা পোস্ট লটকাইয়াছিলাম। আজ বুঝিলাম- বড়ই ভুল করিয়াছি! তাহার মত সত্যবাদী কলিকালে নাই!
স্বভাবসিদ্ধ দন্তমুখ খিঁচিয়া তিনি গতকল্য ফরমাইলেন- নির্বাচন এমন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হইতেছে যাহা কেউ কোনদিন দর্শন করে নাই। শুনিয়া বিদ্যুত চমকের মত আমার মগজে খেলিয়া গেল- এই কথা তো ইহলোকের মত সত্য! একশত পঞ্চান্নখানা আসনে নির্বাচন হইয়া গিয়াছে অথচ ভোটারকুলের ভোটদান তো দুরের কথা, কেহ দরশন পযন্ত করে নাই! এমনকি কাক-পক্ষীও টের পায় নাই কখন নির্বাচন হইয়া গেল! বিদেশি পর্যবেক্ষক দলকেও তিনি আসিতে না করিয়াছেন, বলিয়াছেন- লাগিবে না। ঠিকই তো। যে নির্বাচন কেহই দেখিতে পায় না উহার আবার পর্যবেক্ষণ কি? সোনার পাথর বাটি?
তবে সবচাইতে জটিল সত্যবচন, যাহা কালো বিড়াল পূর্বে ইউনুসকে সাবধান করিবার জন্য জানাইয়াছিলেন, তাহা এইবার আম-জনতাকে সাবধান করিবার জন্য জানাইয়া দিলেন। উহা হইল- বাঘে ধরিলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরিলে ছাড়ে না। মঞ্চে উপস্থিত মেনন, তোফায়েলের নাম উল্লেখ করিয়া তিনি কহেন- দেখেন নাই উহারা মন্ত্রিত্ব লইতে চায় নাই, কিন্তু তাহাদের লইতে হইয়াছে, এইটার নাম শেখ হাসিনা।
সাধু সাবধান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।