আমাদের কথা খুঁজে নিন

   

কে মরছি...? কাকে মারছি...?



হরতালে নেতা-কর্মী, পিকেটার, পথচারী, পুলিশ, যাত্রী, গাডী চালকের আহত/ নিহতের খরর প্রতিনিয়তই টেলিভিশন, পত্রিকায়, অনলাইনে আসছে। ব্যাপারটা এখন আমাদের কাছে স্বাভাবিক হয়েই দাডিয়েছে। এইসব খবরে এখন আর কোন ফিলিংসই আসে না আমাদের মাঝে। একবারের জন্যেও হয়তো এইটা ভাবিনা যে, এই প্রতিটি শব্দের পিছনে কোন না কোন পরিবারের বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ের মতো গভীর কিছু সম্পর্ক লুকিয়ে আছে। কোন পাষান পারবে এমন মানুষগুলিকে হত্যা করতে? তাহলে, কেন প্রতিনিয়ত এতো মানুষকে মরতে হচ্ছে? কেন আমরা ওদের হত্যা কতছি? কি দিবে আমাদের এমন নোংরা রাজনীতি? যাদের জন্যে আমরা এইসব করছি তারা কি দেবে আমাদের? সত্যিই কি আমরা কেউ দেশের জন্যে কিছু করছি? যেই মরুক, সেই আমাদের কারো না কারো ভাই। যেই দলই ক্ষমতায় যাক না কেন, আমাদের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। যদি কারো ভাগ্য পরিবর্তন হয় সেটা উপরের তলার মানুষ দের হবে। তাহলে কেন আমরাই আমাদের রক্ত ঝরাচ্ছি তাদের জন্যে? যেই মানুষটিকে মেরে ফেলছেন, যেই সরকারই ক্ষমতায় যাক তাকে কি আর ফিরিয়ে আনতে পারবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।