পাকিস্তানের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে ধনী বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতীয় পরিষদের সদস্যদের সম্পদের হিসাব সংক্রান্ত হলফনামায় এই তথ্য উঠে এসেছে। দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) বুধবার এই হলফনামা প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সম্পদের মূল্য এক দশমিক ৮৪২ বিলিয়ন রুপি। যার বাংলাদেশি মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। ধনীদের তালিকায় সর্বশেষ অবস্থানে রয়েছেন পাখতুনখোওয়া মিলি আওয়ামী পার্টির সভাপতি মেহমুদ খান আচাকজাই। তার মোট সম্পদের পরিমাণ নগদ পাঁচ লাখ পাকিস্তানি রুপি। এ ছাড়া তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান দলের সভাপতি ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের সম্পদের মূল্য পাকিস্তানি রুপিতে প্রায় ২১ লাখ। পাকিস্তান অবজারভার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।