আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আজ যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মহিলা ও এক কিশোরীসহ ৩ জন নিহত এবং ১০ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪টি শিশু ও ২ জন মহিলা রয়েছেন।

তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১২টার দিকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় ট্রাক ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক মহিলা (৬০) ও এক কিশোরী (১২) নিহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় নসিমনের অপর ১০ যাত্রী আহত হন। খবর পেরে দমকল বাহিনী আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ গিয়ে লাশ দু'টি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

এদিকে আজ ভোরে যশোর শহরের বিমান অফিস মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন নসিমন চালক আব্দুর রশিদ (৩৫)।

তিনি সদর উপজেলার আফরা গ্রামের শেখরদার হোসেনের ছেলে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।