আজ সন্ধ্যা ৭টার দিকে মনিরামপুরের চান্দুয়া শমসকাটি গ্রামে পুলিশের গাড়িতে বোমা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশ-আনসারের ৯ সদস্য আহত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাইক্রোবাসে পুলিশের একটি মোবাইল টিম মনিরামপুর সদর থেকে শমসকাটির দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাত্ একদল লোক গাড়িটিতে আক্রমণ করে। তারা পুলিশের ব্যবহূত মাইক্রোবাসটিতে আগুন দেয়, ভাংচুর করে।
পুলিশ এসময় গুলিবর্ষণ করে হামলাকারীদের হটিয়ে দেয়।
যশোর পুলিশের মুখপাত্র এএসপি (সদর) রেশমা শারমিন পুলিশের গাড়িতে হামলার কথা স্বীকার করে বলেন, প্রাথমিক তথ্যমতে, এই ঘটনায় অন্তত দু'জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মনিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই প্রসেনজিত্ জানান, পুলিশের গাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সহকারী পুলিশ সুপার, থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ।
সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) সৈয়দ মোস্তফা কামাল সন্ধ্যা সোয়া ৭টায় ঘটনাস্থল থেকে ফোনে জানান, হামলায় গাড়িটির নয় আরোহীর সবাই কমবেশি আহত হয়েছেন।
আহতরা পুলিশ ও আনসার সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। হামলাকারীদের হটাতে পুলিশ গুলিবর্ষণ করেছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, 'এখনও বিষয়টি জানতে পারিনি। '
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।