বন্ধুর ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে গিয়ে আজ দুপুরে যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছে শরীফ আকতার (১৮) নামে এক কলেজ ছাত্র।
একই ঘটনায় নোমান নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত শরীফ আকতার মাগুরা জেলার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের শফিউদ্দিনের ছেলে। যশোর শিক্ষাবোর্ড মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী শরীফ উপশহর এফ-ব্লকের একটি মেসে থেকে লেখাপড়া করতো।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত শরীফের বন্ধু ওবায়দুর রহমান জানায়, আজ সকালে একই কলেজের ছাত্র অপুর কাছ থেকে স্থানীয় সন্ত্রাসীরা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
বিষয়টি অপু তার বন্ধুদের জানালে তারা উপশহর এলাকার ছিনতাইকারীদের নেতা হিসেবে পরিচিত জুয়েলের কাছে ফোন করে। এসময় জুয়েল তাদেরকে উপশহর এলাকার একটি স মিলের কাছে যেতে বলে। বেলা ১১টার দিকে তারা সেখানে গেলে তাদের উপর হামলা করা হয়। হামলাকারীদের ছুরিকাঘাতে শরীফ ও নোমান গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।
নোমানকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। হামলার সময় সন্ত্রাসীরা দুই রাউন্ড গুলি বর্ষণ করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে নাজমুল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত জুয়েল ও আরিফ নামে আরও দুইজনকে আটকের চষ্টো চলছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।