আমাদের কথা খুঁজে নিন

   

সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম

রাজধানীর অলিগলিতে ভ্যানে করে বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকা। ভারতীয় পেঁয়াজের দাম ৩৫ থেকে ৪০ টাকা। অথচ, সপ্তাহ খানেক আগেও প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। কয়েকটি দোকান ঘুরে তবেই মিলত পেঁয়াজের দেখা।

আমদানি পেঁয়াজের দাম কমার পাশাপাশি বাজারে দেশি নতুন পেঁয়াজ ওঠা ও কয়েকদিন হরতাল-অবরোধ বন্ধ থাকায়ই পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।

তারা জানান, হরতাল-অবরোধ ‍না থাকায় নিত্যপণ্যের বাজারে পণ্য সরবরাহ বেড়েছে। এতে শুধু পেঁয়াজের দামই নয়, কমেছে সবজির দামও। ডাল, আটা, ময়দা, সয়াবিন তেল ও চিনির দামও স্থিতিশীল আছে।

শনিবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশী নতুন পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। ফলে দামও কমে আসছে বিভিন্ন ধরণের সবজির। বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকা, সিম ৩৫ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৪৫ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, মুলা ১৫ থেকে ২০, পেঁপে ১৫ থেকে ১৮ টাকা, গাজর ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, শসা ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

কমেছে মাছের দাম।

প্রতিকেজি বড় তেলাপিয়া ১৩০ থেকে ১৪০, বড় কাতলা ৩০০, মৃগেল ২২০, সরপুঁটি ১৫০, সিলভার কার্প ১৫০ ও মাঝারি রুই ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম কিছুটা বাড়তি রয়েছে। প্রতিটি ৬০০ গ্রাম ওজনের একহালি ইলিশ ১ হাজার ৪০০ এবং প্রতিটি ১ কেজি ওজনের একহালি ইলিশ ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

স্থিতিশীল আছে সব ধরণের মাংসের দাম। প্রতিকেজি গরুর মাংস ২৮০, ছাগলের মাংস ৪০০ ও খাসির মাংস ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি ব্রয়লার ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থিতিশীল আছে ডিমের দামও। প্রতি হালি ফার্মের সাদা ডিম ২৬, লাল ২৭ থেকে ২৮, হাঁস ৩৫ ও দেশী মুরগির ডিম ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে কিছুটা বেড়েছে চালের দাম। প্রতিকেজি ভালো মানের মিনিকেট ৫০টাকা, পাইজাম ৪০, গুটি চাল ৩৬, মানভেদে নাজিরশাইল ৫০ থেকে ৬০, বিআর আটাশ ৪২, স্বর্ণা ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থিতিশীল আছে সয়াবিন তেল, চিনি ও লবণের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশী ও চায়না আদা। প্রতিকেজি চায়না আদা ১৭০ থেকে ১৮০ ও দেশী আদা ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিছুটা কম রয়েছে চায়না ও দেশী রসুনের দাম।

প্রতিকেজি নতুন আলু ২০ থেকে ২২ টাকা ও পুরাতন আলু ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

কোম্পানিভেদে গুঁড়াদুধ বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতিকেজি ডানো গুঁড়াদুধ ৬৮৫ থেকে ৬৯৫, ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ৬৭০ থেকে ৬৭৫, ফ্রেশ ৫৫৫ থেকে ৫৬০ ও মার্কস ৫৫৫ থেকে ৫৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।