আমাদের কথা খুঁজে নিন

   

অভিনেতা ফারুক শেখের জীবনাবসান




অভিনেতা ফারুক শেখ

আমার প্রিয় এক অভিনেতার মৃত্যুর খবর পেলাম। তার অভিনয় আমার খুব ভালো লাগতো। ৬৫ বছর বয়সী এই অভিনেতা ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইতে মৃত্যু বরণ করেন। তার পরিবার সূত্রে এ খবর বলা হয়। দুবাইতে তিনি একটি কনসার্টে যোগ দেবার উদ্দেশ্যে যান।

শনিবার যেকোনো সময় তার মরদেহ মুম্বাইতে আনা হবে।

ফারুক শেখ হিন্দি সিনেমা ও হিন্দি টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। বাংলাদেশে বহুবার ভারতের চলচ্চিত্র জগতের প্রতিনিধি হয়ে এসেছিলেন। ফারুক শেখের জন্ম ১৯৪৮ সালের ২৫ মার্চ গুজরাটে। ১৯৭০-৮০ দশকে সিনেমাতে দক্ষ অভিনয় দ্বারা সকলের নজর কাড়েন।

তার কয়েকটি জনপ্রিয় সিনেমা হচ্ছে সাতরঞ্চ কি খিলাড়ি, চাসমে বদ্দুর, কিসি সে না কেহনা,নুরি। তার শেষ সিনেমা ছিলো ক্লাব ৬০। এর আগে তাকে রনবীর কাপুর অভিনীত 'ইয়ে জাওয়ানি হেই দিয়ানি' সিনেমাতে রনবীরের বাবার ভূমিকাতে অভিনয় করতে দেখা যায়।

তার মৃত্যুতে হিন্দি সিনেমা জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন একজন সুদক্ষ উপস্থাপক, জি টিভিতে তিনি ' জিনা ইসিকা নাম হে' শোতে তে তিনি বহু বলিউড সেলেব্রিটির সাক্ষাতকার নেন।






 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.