আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের ব্যানারে কালো ব্যাজ টাঙ্গানো হোক, আরও একটি আবেদন।

বকলম ব্লগ-- লোলদের জন্য অবারিত দ্বার সকালে ঘুম থেকে উঠেই শুনলাম ইমন জুবায়ের ভাই আর নেই। শুনে হতবম্ভ হয়ে গেলাম। বিশ্বাস হচ্ছিল না । ইমন ভাইয়ের সাথে আমার পরিচয় নেই। একটা ক্যাচাল করতে গিয়ে তার সম্পর্কে জেনেছি।

তিনি কেমন মাপের ব্লগার ছিলেন সেটা সবার জানা আছে। এই নিয়ে বলার কিছু নাই। জগতের চিরাচরিত নিয়মেই উনি চলে গেলেন। মেনে নিতে কষ্ট হলেও মেনে নিতেই হবে। তবে এত বড় মাপের একজন ব্লগার চলে গেলেন তার জন্য শোক প্রকাশ করব না তা হয় না।

আমার অনুরোধ আজকে যেন সামুতে কালো ব্যানার টানানো হয়। আর ব্লগার সবাইকে অনুরোধ করব আপনারা আজ কালো ব্যাজ ধারণ করুন। অনেক নতুন ব্লগার আছেন যারা হয়ত চিনেন হয়ত জুবায়ের ভাইকে চিনেন না। তিনি বেঁচে থাকলে হয়ত চিনতে পারতেন। কিন্তু তিনি আর নেই তাই তার সাথে পরিচিত হওয়ার কোন সুযোগ নেই।

শুধু রয়ে গেল তার লেখা। আমি বিশেষ ভাবে অপরবাস্তব কমিটিকে অনুরোধ করব যেন এইবার ইমন ভাইয়ের লেখা দিয়ে বইটি সাজানো হয়। সবার ব্লগার ভাই বোনদের প্রতি অনুরোধ আমরা যেন জুবায়ের ভাইয়ের লেখা সংগ্রহ করি। তার মত বড় মাপের ব্লগারকে হারিয়ে যেতে দেয়া যায় না। মৃত্যুর কাছ থেকে না পারি আসুন তার লেখাগুলুকে বাচিয়ে রাখি।

আরও একটা দাবী ব্লগারদের প্রতি 'ইমন ভাইয়ের মৃত্যু সবাইকে এক প্লাটফর্মে এনে দাঁড় করিয়েছে। এই মানুষটা ব্লগের যাবতীয় ক্যাচাল, নোংরামির ঊর্ধ্বে রেখেছেন নিজেকে। ববস পুরষ্কারে যেন উনাকে নিয়ে কোন নোংরামি না হয় সেজন্য নিঃসঙ্কোচে নাম প্রত্যাহার করে নিয়েছেন। উনি আমাদের সুন্দর পথ দেখিয়েছেন, সুন্দর ব্লগিং শিখিয়েছেন। আমরাও কি সব নোংরামি, ক্যাচাল বাদ দিয়ে ইমন ভাইয়ের আদর্শে ব্লগিং করতে পারি না? আবারো সামুতে কালো ব্যাচ লাগানোর দাবী জানিয়ে শেষ করছি।

আল্লাহ ইমন জুবায়ের ভাইয়ের মাগফেরাত কামণা করুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.