মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !
ব্লগার দুঃস্বপ্ন একজন বিকৃত রুচি এবং মানসিকতার মানুষ। সে বেশ কিছুদিন ধরেই আমার ও আমার সহ ব্লগারদের নিয়ে বিকৃত রুচির সব স্ট্যাটাস ফেসবুকে দিয়ে আসছিল।
সে ব্লগার স্বর্ণা ও যেড ফ্রম এ কে আমার মাল্টি বলে ট্যাগ দিয়েছে।
http://i.imgur.com/Tyoahu3.jpg
http://i.imgur.com/WgD1jEd.png
http://i.imgur.com/LnFmTLd.jpg
এরকম বানোয়াট ফেসবুক স্ট্যাটাস দিয়েই সে শান্ত হয় নি, সে আমার বিরুদ্ধে লেখা চুরিরও অভিযোগ এনেছে ! আমার সহনিক “একজন আরমানের আত্মা” দিয়ে এ বছর এপ্রিলে পোষ্ট দিয়েছিলাম একটি অণু কবিতা। যার নাম ছিল “অমৃত সুধা”।
সেই নাম পরিবর্তন করে “নেশা” নাম দিয়ে লাইনে একটু আধটু পরিবর্তন এনে প্রথম আলো ঈদ সংখ্যা ২০১২ তে আহমেদ মোস্তফা কামাল ভাইয়ের এর লেখা কবিতা বলে চালিয়ে দিতে চায়।
এবং সেই লেখা যে আসল পত্রিকার সেটি প্রমান করতে অনেক কষ্টও করেছে সে ! কাগজ মুড়িয়ে ভাঁজ ফেলে প্রমান করতে চেয়েছে সেটি আসল পত্রিকা থেকে নেওয়া।
পত্রিকার নাম জানতে চাইলে পরে এসে সূচীপত্রের একটি ছবি দিয়ে যায় ! আসল ব্যাপারটা হয়েছে সে পত্রিকার অনলাইন ভার্শন থেকে সেটি ফটোশপ দিয়ে এডিট করে তারপর সেটি প্রিন্ট করে হাত দিয়ে ভাঁজ ফেলে তার ছবি তুলে প্রমান করতে চেয়েছিল যে সেটি সত্যি ! কিন্তু কথায় আছে সত্য কখনো চাপা থাকেনা ! আসলেই তাই।
http://i.imgur.com/itbNzdW.jpg
http://i.imgur.com/gz4KIh0.png
http://i.imgur.com/Xp7Mibk.jpg
http://i.imgur.com/FER63a6.jpg
আসল গল্পটা প্রথম আলো ঈদ সংখ্যা ২০১২ তে পাওয়া যাবে। নিচের লিংকে প্রথম আলো ঈদ সংখ্যা ২০১২ আছে। ১৫৪ পৃষ্টায় গল্পটা আছে।
Click This Link
তারপরেও প্রথম পৃষ্ঠার স্ক্রীনশট দিয়ে দিলামঃ
http://i.imgur.com/26CyMUO.jpg
যখন অয়ন অরণ্য নামের একজন নিচের কমেন্ট করলো সাথে সাথে দুঃস্বপ্ন তার পোষ্ট ডিলেট করলো !
http://i.imgur.com/ooU6Xs7.jpg
যেহেতু চুরির অভিযোগ করছে তাই আর চুপ করে থাকতে পারলাম না।
এটা মান হানির পর্যায়ে চলে গিয়েছে। সবার সামনে এটা তুলে ধরলাম কারণ আমার নামে যে অভিযোগ তুলেছে সেটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনেদিত। সামুর কাছে দাবী এই অসুস্থ ব্লগারকে আইপিসহ ব্যান করা হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।