আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানীতে উচ্চশিক্ষা/পড়ালেখা/ক্যারিয়ার...

ভালোবাসা দিয়ে,ভালোবাসা পেতে চাই উচ্চশিক্ষার জন্য জার্মানী যাবেন? গত মঙ্গলবার গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে,সেখানে জার্মানী তে পড়ালেখার ব্যাপারে BSAAG(Bangladeshi Students Alumni Association Germany)এর একটা সেমিনার ছিল। সেমিনারটি তিনটি অংশে ভাগ করা ছিল যার ভেতরে প্রথমে ছিল জার্মান,জার্মান কালচার সম্পর্কে কিছু কথা যেটা আমার কাছে খুব মজার এবং খুব গুরুত্বপূর্ন মনে হয়েছে। ২য় অংশে ছিল বিসাগ(অর্গানাজারদের) সম্পর্কে কিছু কথা এবং ৩য় অংশে প্রশ্নোত্তর পর্ব। মূল বক্তা ছিলেন আদনান সাদিক(B. Sc BUET,M. Sc Dresden University of Technology German) শুরু করছি জার্মান/জার্মান কালচার দিয়ে। জার্মান বাংলাদেশের তুলনায় আড়াই গুণ বড় এবং জনসংখ্যা হচ্ছে ৮২.৩ মিলিয়ন যার ভেতরে ৭.৩ মিলিয়ন অর্থাৎ মোট জনসংখ্যার শতকরা ৮.৮ ভাগ বিদেশী।

সবচেয়ে বড় শহর হচ্ছে বার্লিন যেখানে রয়েছে ৩.৪ মিলিয়ন লোক। ১৬ টা প্রদেশ নিয়ে জারমান যার সবগুলোকেই বক্তা বলেছেন "Independent"। অর্থাৎ আমাদের মত এককেন্দ্রিক নয়। জার্মান বিশ্বের টপ রপ্তানীকারী দেশগগুলোর মধ্যে অন্যতম। মজার কথা হল জার্মানীর জনসংখ্যা বৃদ্ধির হার নেগেটিভ(-0.033)৷বক্তার মতে "আমাদের কাছ থেকে ট্রেনিং নেয়া উচিৎ ।

জার্মানীতে নারীর সংখ্যা বেশী। জার্মান কালচার,যেটা জার্মানীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তার ভেতর উল্লেখযোগ্য খেলাধূলা। জার্মানীতে ৯০০০০ হাজার sports club রয়েছে যেখানে রয়েছে ২৭ মিলিয়ন অ্যাকটিভ মেম্বার। শতকরা ৩৩৬ ভাগ লোক বিভিন্ন voluntary কাজে নিয়োজিত এবং এই সেমিনারটি ও ছিল তেমনই একটা উদ্যোগ। জার্মানীরা টিভি খুব কম দেখে।

সমাজ ব্যবস্থা পরিবার এবং বন্ধুত্বপূর্ন। স্বাস্থ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ওখানে যেতে চাইলে আপনাকে অবশশ্যই Health Insurance করতে হবে। জার্মানীর শতকরা ৭৫ ভাগ তরুণ বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। এবার আসছি পড়ালেখার বিষয়ে।

উচ্চশিক্ষার জন্য এখানে ৩৭০ টি প্রতিষ্ঠান রয়ছে। ১৪০ টি বিশ্ববিদ্যালয় এবং এছাড়া ও ২০০ এর মত বিশ্ববিদ্যালয় ফলিত বিজ্ঞানের জন্য। মজার কথা হল এসব বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের মত নারী । টিউশান ফি নেই বললেই চলে তবে অতি সম্প্রতি কিছু ষ্টেটে ফি নেয়া হচ্ছে। আমাদের জন্য ভাল খবর হল বিশ্ববিদ্যলয়গুলোতে ২৪০০০০ বাইরের শিক্ষার্থী যদিও বাংলাদেশীদের তেমন দেখা যায় না।

জার্মানী তে পড়তে যেতে চাইলে আপনাকে অবশ্যই তাদের কালচার সম্পর্কে কিছুটা হলেও জানতে হবে। এরপরে জার্মান ভাষা আয়ত্ত করতে হবে খুব ভালভাবে। বাংলাদেশ থেকে মিনিমাম দুটা লেভেল শিখে যাওয়া উচিৎ। ভাষা শিখবেন কোথায়? ভাষা শেখার জন্য আমার জানামতে দুইটা প্রতিষ্ঠান রয়েছে,একটা হল "গোথ ইন্সটিউট" এবং অপরটা ঢাবির "আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিউট" এছাড়া "একুশে" ও শেখা যেতে পারে। জার্মানীতে আপনি কোথায় পড়বেন?এই ডিসিশান টা আপনাকেই নিতে হবে আর এর জন্য আপনি যেতে পারেন এই website এ http://www.daad.de ।

এখানে গেলে আশা করি আপনি সাবজেক্ট/কোর্স/বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব বুঝতে পারবেন। জার্মানীতে অতি সম্প্রতি কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে তবে আমাদের জন্য পাবলিক ই ভালো হবে। আবার আসা যাক Requirements এ। আপনি যদি ব্যাচেলর এ যেতে চান তবে দেশ থেকে আপনাকে ব্যাচেলরে দুবছর পড়ে তারপরে যেতে হবে। ভাষা অবশ্যই জানতে হবে।

আর যদি আপনি দুবছর নষ্ট না করতে চান তবে আপনাকে Studienkoleg নামে একটি পরীক্ষায় অংশ নিতে হবে এবং এরপরে আবার Entrance Exam দিতে হবে। আমার মনে হয় দুবছর ব্যাচেলরে পড়ে তারপর যাওয়াটাই বেটার। ঝামেলা কম। তবে সবচেয়ে ভালো হয় Masters এ গেলে। আমি সিউর না তবে GRE(science)মনে হয় essential না।

আপনি যে প্রোগ্রামে(Bachelor/Masters/PhD)/যে ভার্সিটি তে যেতে চান সে ভার্সিটির টিচার/প্রফেসরদের সাথে নির্ভয়ে যোগাযোগ করুন,তারা আপনা আমার মতোই সাধারণ মানুষ। কিভাবে ভার্সিটি পছন্দ করবেন তা আগেই বলেছি। তবে মনে রাখবেন,আপনি যখনই যান,যে কোর্সেই যান না কেন,Language proficiency(German Language) must.আপনার নিজের নিরাপত্তার জন্যই প্রয়োজনীয়। এক কথায় আপনার যা যা লাগবে- >A school-leaving certificate which is equivalent to the German Abitur(আমাদের এইচ এস সি) (a combination of school-leaving certificate, university entrance examination and years of study) >Knowledge of language (German proficiency) >Possibly pre-study internship or a certain grade point average. >Formal criteria: Adherence to deadlines, correct kind of translations and certifications এছাড়া আপনি যে subject এ পড়েন না কেন Basic Programming টা জানলে লাভবান হবেন। এবার আসা যাক খরচের ব্যাপারে।

খরচের ব্যাপারটা ঠিকভাবে বলা যাচ্ছে না তবে আপনি মোটামুটিভাবে ৪০০ ইউরো(প্রতি মাসে)এর নিচে চলতে পারবেন না,উপরে ধরতে হবে। প্রশ্ন করতে পারেন,এই ৪০০ ইউরো ম্যানেজ করবো কিভাবে?জার্মানে পার্ট-টাইম কাজ করার অনেক সুযোগ আছে। কখন আবেদন করবেন?জার্মানে ২টা সেমিষ্টার,একটা winter যেটা শুরু হয় October এ এবং শেষ হয় June/July এ,আরেকটা হল Summer যেটা শুরু হয় December এ এবং শেষ হয় February/march এ। Acceptance letter আগে পাঠায় এবং Rejection Letter পরে। এবার ক্যারিয়ার নিয়ে কিছু কথা।

জার্মানীর অর্থনৈতিক অবস্থা EU এর দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো এবং সারা বিশ্বর মধ্যে ৪র্থ। জার্মানীর মানুষ সবচেয়ে বেশী যেটা কাজ করে তা হল SME(Small & Medium-sized Enterprises)। এখানে কাজের সেক্টরগুলো হল Automobile construction, mechanical engineering, electrical engineering, chemicals, environmental technology, fine mechanics, optics, medical technology, biotechnology and genetic engineering, nano technology, aerospace, logistics। ভালো খবর হল Blue Card পাবার জন্য এখন আপনার Income ৪৮০০০ ইউরো/বছর হলেই হবে যেটা ২০০৯ এর দিকে ৬৫০০০ ইউরো এর মত ছিল। পুরো লেখাটা পড়ার পাশাপাশি যদি কাজগুলো করার কথা মনে করেন তবে আপনার কাছে খুব কঠিন মনে হতে পারে।

কিন্তু এই কাজগুলো করে যদি আপনি সফল হন তখন কি হবে একবার ভাবুন তো?আপনার কি আর পেছনে তাকাতে হবে? এটা হল একটা Long time Process,এখানে আপনি Time Invest করবেন সারা জীবনের জন্য। জার্মানীরা সবচেয়ে কোন কাজটি বেশী অপছন্দ করে জানেন? Shortcut মারাটা। আর কোনটি সবচেয়ে বেশী পছন্দ করে?খেলাধূলা/Culture এবং তাদের স্বাস্থ/Voluntary Works। একটু উপরে লখ্য করলেই দেখতে পাবেন,জার্মানীর তরুণ সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ পরিমান ব্যস্ত বিভিন্ন Voluntary Works নিয়ে। আর আমরা? বক্তার মতে জার্মানীদের কাছে গুরুত্বের দিকটা এমন- >Health,Sports >Family,Relationship >Profession,Career >Religion,Spirituality >Money আমাদের ক্ষেত্রে উল্টিয়ে দিলে মনে হয় খুব একটা ভুল হবে না পরিশেষে আমি BSAAG এর কথাটাই বলতে চাই- >Play for the country, not for self! >Information should be free >Work should be voluntary basis! >Costing must be shared by everyone! আপনারা যারা জার্মান যেতে ইচ্ছুক তাদের সবার জন্য শুভ কামনা।

তথ্যসূত্র এবং কৃতজ্ঞতা: http://bsaagweb.de/ Goethe Institute website: http://www.goethe.de/dhaka Varsity/Subject Choose: http://daad.de বিঃ দ্রঃ পোস্টে কিছু অংশ বাদ পড়ায় এডিট করা হল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.