আমাদের কথা খুঁজে নিন

   

শুমাখারের অবস্থা 'আশঙ্কাজনক'

৪৪ বছর বয়সী এই জার্মান তারকা মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। হাসপাতালে ভর্তির সময় তিনি কোমায় ছিলেন। এরই মধ্যে মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছে।
শুমাখারের ম্যানেজার জাবিনে খেম জানান, রোববার ফ্রেঞ্চ আল্পসে ছেলেকে নিয়ে স্কি করতে দিয়ে দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে তার মাথা সজোরে ধাক্কা খায়।


ফ্রান্সের মেরিবেলে একটি স্কি কেন্দ্রে রোববার সকালে এ দুঘটনার পর তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোব্লায় ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুমাখারের স্ত্রী করিন্না ও দুই সন্তান তার সঙ্গে আছেন।
দুর্ঘটনার পর প্রথমে বলা হয়েছিল, ফর্মুলা ওয়ান থেকে অবসরে যাওয়া এই গতিতারকার অবস্থা সংকটাপন্ন নয়। স্থানীয় হাসপাতালে নেয়ার সময় জ্ঞানও ছিল তার।
ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার দুই দশকেরও বেশি সময় ধরে রেকর্ড ৯১ বার রেস জিতেছেন।


ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। ২০০৬ সালে ফেরারি থেকে অবসর নেয়ার পর আবার মার্সিডিসের হয়ে ফিরে এসেছিলেন শুমাখার। তবে তিন বছর তেমন কোনো সাফল্য না পাওয়ার পর গত বছর চূড়ান্ত অবসরে যান জার্মান এই তারকা।

 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।