আমাদের কথা খুঁজে নিন

   

শুমাখারের অবস্থার উন্নতি

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মঙ্গলবার স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসক জাঁ-ফ্রাঁসোয়া পেইয়াঁ বলেন, “তিনি বিপদমুক্ত কিনা, তা আমরা বলতে পারছি না। তবে আমরা কিছুটা সময় হাতে পেয়েছি। সামনের বেশ কিছু ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। ”

“তার পরিবারের সবাই জানে যে তার অবস্থা এখনো আশঙ্কাজনক। যে কোনো কিছুই ঘটতে পারে।



ফ্রান্সের গ্রেনোব্লার সিএইচইউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন শুমাখার।

তার ম্যানেজার জাবিনে খেম জানান, রোববার ফ্রেঞ্চ আল্পসে ছেলেকে নিয়ে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে তার মাথা সজোরে ধাক্কা খায়। হাসপাতালে ভর্তির সময় কোমায় ছিলেন ৪৪ বছর বয়সী এই জার্মান তারকা।

ফ্রান্সের মেরিবেলে একটি স্কি কেন্দ্রে রোববার সকালে দুর্ঘটনার পর তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোব্লায় ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্ত্রী করিন্না ও দুই সন্তান শুমাখারের সঙ্গে আছেন।

ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার দুই দশকেরও বেশি সময় ধরে রেকর্ড ৯১টি রেস জিতেছেন।

ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। ২০০৬ সালে ফেরারি থেকে অবসর নেয়ার পর আবার মার্সিডিসের হয়ে ফিরে এসেছিলেন। তবে তিন বছর তেমন কোনো সাফল্য না পাওয়ার পর গত বছর আবার অবসর নেন শুমাখার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।