দুর্ঘটনার তদন্তে থাকা কর্মকর্তারা আশা করছেন, হেলমেটের ঐ ক্যামেরায় ধারণকৃত ভিডিও থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে।
শুমাখারের পরিবার ক্যামেরা ও হেলমটটি ইতোমধ্যে তদন্তকারী কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে।
এদিকে শুক্রবার ছিল রেসিংয়ের কিংবদন্তি শুমাখারের ৪৫তম জন্মদিন। বিশেষ এই দিনে প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানাতে এবং তার সুস্থতা কামনায় এদিন হাজারো ভক্ত হাজির হয় হাসপাতালের সামনে। দক্ষিণ-পূর্ব ফ্রান্সের এই গ্রেনোব্লায় সিএইচইউ হাসপাতালেই মৃত্যুর সঙ্গে লড়ছেন শুমাখার।
মঙ্গলবার দ্বিতীয়বার তার মস্তিস্কে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, শুমাখারের অবস্থা উন্নতির দিকে। তবে তিনি এখনও 'বিপদমুক্ত' নন। ঝুঁকি এড়াতে এখনও তাকে কৃত্রিম 'কোমায়’ রাখা হয়েছে।
রোববার ফ্রেঞ্চ আল্পসে ছেলে ও বন্ধুদের নিয়ে স্কি করার সময় দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে তার মাথা সজোরে ধাক্কা খায়।
হাসপাতালে ভর্তির সময় কোমায় ছিলেন এই জার্মান তারকা।
ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার রেকর্ড ৯১ বার রেস জিতেছেন।
ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন তিনি।
২০০৬ সালে ফেরারি থেকে অবসর নেয়ার পর আবার মার্সিডিজের হয়ে ফিরে এসেছিলেন শুমাখার। তবে তিন বছর তেমন কোনো সাফল্য না পাওয়ার পর গত বছর চূড়ান্ত অবসরে যান জার্মান এই তারকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।