আমাদের কথা খুঁজে নিন

   

শুমাখারের অবস্থার ‘উন্নতি’

এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “সুস্থ হয়ে মিখায়েলের জ্ঞান ফেরার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কিছু উৎসাহব্যঞ্জক লক্ষণও দেখা যাচ্ছে। তবে আমাদের আরো ধৈরর‌্য্য ধরতে হবে। ”

গত ২৯ ডিসেম্বর ফ্রেঞ্চ আল্পসে ছেলে ও বন্ধুদের নিয়ে স্কি করার সময় দুর্ঘটনায় পড়েন শুমাখার। হেলমেট পরা থাকলেও পাথরে মাথা সজোরে ধাক্কা খেয়ে জ্ঞান হারান তিনি।

দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই জ্ঞান নেই এই জার্মান তারকার।

এক সপ্তাহের ব্যবধানে তার মাথায় দু’বার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তাৎক্ষণিক বিপদ কাটিয়ে উঠলেও তাকে ‘কৃত্রিম কোমায়’ রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

কারণ হিসেবে তারা জানান, জ্ঞান ফিরলে তার মস্তিষ্কের বড় ধরনের ক্ষতি হতে পারে।

তারপর থেকে এখনও ‘কোমা’য় আছেন ফর্মুলা ওয়ানের সবচেয়ে সফল চালক শুমাখার।

রেকর্ড ৯১টি রেসে বিজয়ী শুমাখার ইতালির দল ফেরারির হয়ে ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত টানা পাঁচবার ফর্মুলা ওয়ানের শিরোপা জিতেছেন। ফর্মুলা ওয়ানে তার শিরোপার সংখ্যা সাতটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।