আমাদের কথা খুঁজে নিন

   

ঝিলের ওপার

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

ঝিলের ওপার
একটা কুটির,
দুজন মানুষ
সুখের সংসার।
চারটে হাত,
তিনবেলা দু মুঠো ভাত
আর সর্ষে পাতার ঝোল।



ঝিলের ওপার
একটা কুটির,
নতুন একটা প্রান
আরো দুটো হাত।
তিনটে মানুষ
ছয়টা হাত,
সোনালী ভবিষ্যৎ।

ঝিলের ওপার
একটা কুটির,
হঠাৎ হাহাকার।
ছোট ছোট পা ফেলে
নতুন সে প্রানটা,
হারিয়ে গেছে
ঝিলের জলে।
সোনালী ভবিষ্যতের অনিশ্চয়তা,
ছোট্ট কুটিরে!

ঝিলের ওপার
একটা কুটির,
ঘাটে জটলা
রক্তাক্ত নৌকা
নিষ্প্রান দেহ!
কোনো এক দানবযন্ত্রে
পিষ্ট হয়েছে,
এ কুটিরের কর্তা।



ঝিলের ওপার
লন্ডভন্ড কুটির,
অদ্ভূত নীরবতা!
কে যেন শুনেছে
বানের তোড়ে ভেসে গেছে,
এই কুটিরের স্বামী সন্তান হারানো
সেই নিঃস্ব বুড়িটা!

ঝিলের ওপার
নতুন একটা কুটির,
নতুন কিছু মানুষ!
================

(কবিতা লেখার দুঃসাহস আমার নাই…তারপরও আজকে লেখার চেষ্টা করলাম একটা.…যদিও এটাকে আমার নিজের কাছেই কবিতা মনে হচ্ছে নাহ :/ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।