আমাদের কথা খুঁজে নিন

   

বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি ।

আমি মুক্ত মনের মানুষ

আগামী ৫ জানুয়ারি ‘প্রহসনের নির্বাচন’ বন্ধে আগামীকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
একই সাথে রাজধানীতে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি করতে না দেয়ায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়েছে। গত রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন বাতিল এবং সমঝোতার ভিত্তিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১ জানুয়ারি ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবিরাম অবরোধ কর্মসূচি চলতে থাকবে।’
তিনি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান।
খন্দকার মাহবুব বলেন, গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’ সফল হয়েছে। কারণ এই কর্মসূচির বিরুদ্ধে সরকার নিজেই অবরোধ ডেকেছে এবং নেতাকর্মীদের ওপর র‌্যাব-পুলিশ দিয়ে নির্যাতন চালিয়েছে। স্বৈরাচারী সরকার একদলীয় ব্যবস্থা কায়েম করার জন্যই এসব কিছুই করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।