আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবলের দিন বুধবার

১৯৭৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালি। এর মধ্যে ১৯৯০ সালে স্বাগতিক ইতালিকে হারিয়েছিল ডিয়াগো ম্যারাডোনার দল। এর পর কেবল ২০০১ সালে রোমে মুখোমুখি হয়েছিল দুই দল, যাতে আর্জেন্টিনা জেতে ২-১ গোলে।
আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ বলে বাছাই পর্বে খেলতে হচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। তাই প্রীতি ম্যাচগুলোকে দলকে গুছিয়ে নেয়ার সুযোগ হিসেবে দেখছেন কোচ লুই ফেলিপে স্কলারি।


বুধবার ওয়েম্বলিতে ইংল্যান্ড খেলবে প্রতিবেশী স্কটল্যান্ডের সঙ্গে। ব্রাসেলসে হবে বেলজিয়াম ও ফ্রান্সের লড়াই। সুইডেন রাজধানী স্টকহোমে খেলবে প্রতিবেশী নরওয়ের সঙ্গে।
তবে কিছু দেশকে প্রীতি ম্যাচ খেলতে পাড়ি দিতে হবে অনেকটা পথ। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন খেলতে যাবে ইকুয়েডরে।

উরুগুয়ে পৃথিবীর অর্ধেকটা পাড়ি দিয়ে যাবে জাপানে। দক্ষিণ আমেরিকার আরেকট দেশ প্যারাগুয়ে প্রীতি ম্যাচ খেলতে যাবে জার্মানিতে।
নিরপেক্ষ ভেন্যু নিউ ইয়র্কে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও মেক্সিকো। আর মার্কিনিরা বসনিয়ার সঙ্গে খেলবে সারায়াভোতে।
অগাস্টে মৌসুমের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচের তারিখ নিয়ে ইউরোপীয় ক্লাবগুলো প্রায়ই অভিযোগ করে আসছে।

কারণ ইউরোপীয় লিগগুলো শুরু হওয়ার অল্প কিছুদিন আগে এ সময় আন্তর্জাতিক ম্যাচে দলের তারকা খেলোয়াড়দের ছাড়তে চায় না ক্লাবগুলো।
ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে এ প্রীতি ম্যাচগুলোকে অভিহিত করেছেন 'ননসেন্স ম্যাচ' হিসেবে। বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহীকে তার ক্লাবের দুই খেলোয়াড় থিয়াগো আলকানতারা ও জাভি মার্টিনেজকে ছাড়তে হচ্ছে স্পেন দলের দক্ষিণ আমেরিকা ভ্রমণের জন্য।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.