মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের মাঠে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে যৌথবাহিনীর বন্দুকযুদ্ধে জামায়াত নেতা আব্দুল জব্বার নিহত হয়েছেন। জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার হিজুলী গ্রামের আব্দুল মালিথার ছেলে এবং আমঝুপি ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে অভিযান চালিয়ে যৌথবাহিনীর একটি দল তাকে আটক করে। পরে রাত ২টার দিকে তাকে নিয়ে নিজ এলাকায় আসামী ধরতে গেলে যৌথবাহিনীর সঙ্গে তার লোকজনের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন।
তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন যৌথবাহিনীর তিন সদস্য। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৫ টি ককটেল উদ্ধার করেছে।
নিহত আব্দুল জব্বারের পরিবারের অভিযোগ- জামায়াতের রাজনীতি করার কারনে যৌথবাহিনী তাকে হত্যা করেছে।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।