হু
জাতীয় জাদুঘরের ১০০ বছর
মূখ্য পিঠে রয়েছে ১৮ শতকের একটি টেরাকোটার ফলক যাতে দেখানো হয়েছে ঘোড়ায় চড়া একজন মানুষের প্রতিকৃতি এবং গৌন পিঠে রয়েছে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। এর ফেইস ভ্যালু ১০০ টাকা হলেও এটি কিনতে লাগবে ৩৫০০ টাকা। এটি ইস্যু করা হয়েছে ৫ই জুলাই ২০১৩ সালে।
বিজয়ের ৪০ বছর
এর মূখ্য পিঠে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং গৌন পিঠে রয়েছে ছয়জন মুক্তিযোদ্ধার প্রতিকৃতি। এর ফেইস ভ্যালু ১০ টাকা হলেও সংগ্রহ করতে লাগবে ৩৫০০ টাকা।
এটি ইস্যু করা হয় ২৬ ডিসেম্বার ২০১১ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মদিন
এর মূখ্য পিঠে রয়েছে রবিঠাকুরের প্রতিকৃতি এবং গৌন পিঠে রবিঠাকুরের একটি উদৃতি এর ফেইস ভ্যালু ১০ টাকা ক্রয় করতে লাগবে ৩৫০০ টাকা।
বিদ্রোহী কবিতার ৯০ বছর
এই মুদ্রার মূখ্য পিঠে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি এবং গৌন পিঠে রয়েছে বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি। এর ফেইস ভ্যালু ১০ টাকা সংগ্রহ করতে লাগবে ৩৫০০ টাকা। এটি ইস্যু করা হয় ২৬ ডিসেম্বর ২০১১ সালে।
ক্রিকেট বিশ্বকাপ ২০১১
মূখ্য পিঠে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ-২০১১ এর লগো এবং গৌন পিঠে রয়েছে বিশ্বকাপ ট্রফি। ফেইস ভ্যালু ১০ টাকা এবং ক্রয়মূল ৩০০০ টাকা। এটি ইস্যু করা হয় ৮ই ফেব্রুয়ারী ২০১১ সালে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
এর মূখ্য পিঠে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং গৌণ পিঠে রয়েছে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। এর ফেইস ভ্যালু ২০ টাকা।
কিন্তু এটি সংগ্রহ করতে লাগবে ৫০০০০ টাকা ( একটি মুদ্রা বক্স সহ) ১০০০০০ টাকা (দুইটি মুদ্রা বক্স সহ)।
যমুনা ব্রিজের উদ্বোধন অক্টোবর ১৯৯৮
এর মূখ্য পিঠে রয়েছে যমুনা ব্রিজের প্রতিকৃতি এবং গৌন পিঠে রয়েছে অপরাজেয় বাংলা ভাস্কর্য। এর ফেইস ভ্যালু ১০ টাকা এবং এটি ক্রয় করতে লাগবে ৯০০ টাকা। এটি সম্পূর্ণ নিকেলের তৈরি।
যমুনা ব্রিজের উদ্বোধন জুন, ১৯৯৮
এর মূখ্য পিঠে রয়েছে যমুনা ব্রীজের ছবি এবং গৌন পিঠে রয়েছে শেখ মুজিবুর রহমানের পোট্রেট।
এর ফেইস ভ্যালু ২০ টাকা । এটি সংগ্রহ করতে লাগবে ৩০০০ টাকা। এটি নিকেল ও সিলভারের সমন্বেয়ে তৈরি।
স্বাধীনতার রজত জয়ন্তী, ১৯৯৬
এর মূখ্য পিঠে রয়েছে শেখ মুজিবুর রহমানের পোট্রেইট এবং গৌন পিঠে রয়েছে জাতীয় স্মৃতি সৌধ। এর ফেইস ভ্যালু ১০টাকা এবং এটি ক্রয় করতে লাগবে ৩৩০০ টাকা।
গ্রীষ্মকালীন অলেম্পিক গেইমস্ ১৯৯২
এর মূখ্য পিঠে রয়েছে দুইজন অ্যথলেট অলেম্পিক মশাল নিয়ে দৌড়াচ্ছেন এবং গৌন পিঠে রয়েছে জাতীয় প্রতীক। এর ফেইস ভ্যালু ১ টাকা। এটি সংগ্রহ করতে লাগবে ৩৩০০ টাকা।
বিজয়ের ২০ বছর, ১৯৯১
এর মূখ্য পিঠে রয়েছে সাত বীরশ্রেষ্ঠ এবং গৌন পিঠে রয়েছে জাতীয় স্মৃতি সৌধ। এর ফেইস ভ্যালু ১ টাকা এটি বিক্রয়ের জন্য নহে।
বাংলাদেশ ব্যাংকের ২৫ বছর, ১৯৯৬
এর মূখ্য পিঠে রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, এবং গৌন পিঠে রয়েছে জাতীয় প্রতীক। এটি সংগ্রহ করতে খরচ হবে ৩৩০০ টাকা
কাগজের নোট
জাতীয় জাদুঘরের ১০০ বছর
এর মূখ্য পিঠে রয়েছে ১৮ শতকের টেরাকোটা এবং গৌন পিঠে রয়েছে জাতীয় জাদুঘর ভবনের ছবি। এর ফেইভ্যালু ১০০ টাকা। এটি সংগ্রহ করতে লাগবে ২০০ টাকা ( একটি নোট ফোল্ডার ও ইনভিলপ সহ) ১০০ টাকা (শুধুমাত্র নোট) এটি ইস্যু করা হয় জুলাই ২০১৩ সালে।
রজত জয়ন্তী: সিকিউরিটি প্রিন্টিং প্রেসের
এর মূখ্য পিঠে রয়েছে জাতীয় স্মৃতি সৌধ, ব্যাংক নোট, স্ট্যাম্প, তিনটি হরিণ এবং একটি দোয়ল।
গৌন পিঠে রয়েছে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের হেড কোয়ার্টার, একটি জাতীয় পতাকা, ফুল ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। এর ফেইস ভ্যালু ২৫ টাকা। এটি সংগ্রহ করতে লাগবে ১০০ টাকা। এটি ইস্যু করা হয় জানুয়ারী ২০১৩ সালে।
ভাষা আন্দোলনের ৬০ বছর
এর মূখ্য পিঠে রয়েছে শহীদ মিনারের ছবি এবং গৌণ পিঠে রয়েছে ভাষা আন্দোলনে শহীদ ৫ জন শহীদের প্রতিকৃতি।
এর ফেইস ভ্যালু ৬০ টাকা এর একটি নোট কিনতে লাগবে ১০০ টাকা।
বিজয়ের চল্লিশ বছর
তথ্য সূত্র:
বাংলাদেশ ব্যাংক মুদ্রা জাদুঘর কাগজের নোট
বাংলাদেশ ব্যাংক মুদ্রা জাদুঘর ধাতব মুদ্রা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।