সবাই ভাল থাক এটাই চাই
মাইকে আযান দেওয়া হারাম, যারা মাইকে আযান দিয়ে নামাজ পড়েন তারা কাফির। তাদের জানাজার নামাজ পড়া হারাম। মুসলমান এরিয়ায় দাফন করা হারাম। সিলেটের বিশ্বনাথে এক বার্ষিক রিজভীয়া ওরস ও সুন্নী মহাসম্মেলনে- আকবর আলী রিজবী এ কথাগুলো বলেন। এটা কি সত্য।
আকবর আলী রিজভীর কথা অনেক দিন থেকে শুনে আসতেছি। কিন্তু কোন দিন দেখিনি। তাই তাকে দেখার জন্য এই সভায় যাওয়া। রিজভী তার ভাষণ দানের এক পর্যায়ে মসজিদের মাইকে সুমধুর আযান শুনে তিনি একথাগুলো বলেন। তিনি আরোও বলেন আজ থেকে ৫ বছর আগে তিনি ঘোষনা দিয়িছিলেন যে মাইকে আযান দেওয়া হারাম।
যদি মাইকে আযান দেওয়ার কথা কোরআনে থাকে তবে তাকে তার প্রমাণ দেওয়ার জন্য। কিন্তু কোন আলীম উলামা এর প্রতিবাদ করেননি। সুতরাই তার কথাটিই ঠিক। এটা কতটুকু সত্য তা আমার জানা নেই। আমি এ বিষয়ে কিছুই জানি না।
যদি এ বিষয়ে কারও জানা থাকে তবে জানালে খুশি হব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।