আমাদের কথা খুঁজে নিন

   

‘উদ্বিগ্ন’ ব্যবসায়ীদের প্রতিরোধের ডাক

ধ্বংস প্রতিরোধে সারাদেশের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি নিরাপত্তার বন্দোবস্তের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হয়। এতে পুড়ে মারা যান স্থানীয় এই ব্যবসায়ী নেতা।
এফবিসিসিআই মঙ্গলবার এক বিবৃতিতে এনামুলের মৃত্যুতে শোক জানিয়ে তাকে হত্যার সঙ্গে জড়িতদের অতি শিগগিরই গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি চলমান রাজনৈতিক সহিংসতায় দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন জেলা-উপজেলার হাটবাজারের ব্যবসা-প্রতিষ্ঠান, কলকারখানা ও দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পুড়িয়ে মানুষ হত্যা করছে।
“এই সব নাশকতাকারী ও দুষ্কৃতকারীদের সর্বাত্মকভাবে সর্বশক্তি ও সামর্থ্য দিয়ে প্রতিবাদ এবং প্রতিহত করার জন্য ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলার জন্য এফবিসিসিআই জোরালো আহ্বান জানাচ্ছে।”
দেশের অর্থনীতির স্বার্থে শিল্প-প্রতিষ্ঠান, কলকারখানা, দোকানপাট এবং যানবাহনসহ ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা দিতে সরকারের প্রতিও অনুরোধ জানায় এফবিসিসিআই।
নির্বাচন নিয়ে দুই দলের মতবিরোধে গত কয়েক মাস ধরেই সংঘাত-সহিংসতা চলেছে দেশজুড়ে। দুই দলকে একত্রে বসানোর আহ্বান জানিয়ে উদ্যোগ নিয়েও ব্যর্থ হন ব্যবসায়ী নেতারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.