আমাদের কথা খুঁজে নিন

   

আজকে 2014 এর প্রথম দিনে আমাদেরকরণীয়



আজ 2014 জানুয়ারির এক তারিখ,
এই নতুন বছরের প্রথম দিনে
আমাদের দুইটি করণীয়,
এক নং: বিগত বছর অর্থাত্‍ 2013 এর
মধ্যে কি কি কাজ করেছি,
কয়টি ভালো কাজ করেছি,
আর কয়টি মন্দ কাজ করেছি,
কয়টি সাওয়াবের কাজ করেছি,
আর কয়টি গুনাহের কাজ করেছি,
কয় ওয়াক্ত নামাজ কাযা
করেছি, আর কয় ওয়াক্ত নামাজ
পড়েছি,
কার উপর জুলুম করেছি, আর কার
সাথে ভালো ব্যবহার করেছি,
বিশেষ করে কার থেকে কর্য বা
ঋণ নিয়েছি,
এবং আদায় করি নাই, বাকী
রয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি সব
হিসাব করে ঠিক করে নেয়া,
অর্থাত্‍ যে সমস্ত গুনাহের কাজ
করেছি, তার জন্য আল্লাহর
কাছে ক্ষমা চাওয়া,
এবং যে সমস্ত ভালো কাজ
করেছি, তার জন্য আল্লাহর
শুকরিয়া আদায় করা,
এবং যে সমস্ত ফরজ নামাজ
কাযা করেছি, তা আদায় করে
নেয়া, এবং পাওনাদারের ঋণ
আদায় করে দেয়া, ইত্যাদি...

দ্বিতীয় নং করণীয় হচ্ছে
এই বছর অর্থাত্‍ 2014 তে
দ্বীন মতে চালার প্রতিজ্ঞা
করা, এবং বিগত বছরে
যে সকল ভূল হয়েছে, তা থেকে
বাচার চেষ্টা করা ইত্যাদি,
আল্লাহ আমাদেরকে আমল করার
তাওফীক দান করুন, আমীন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.