আমাদের কথা খুঁজে নিন

   

বিখ্যাত কোহিনুর

সবচেয়ে বিখ্যাত হীরাটির নাম কোহিনুর। এই হীরাটির রয়েছে অনন্য ইতিহাস। গবেষকদের মতে, এর ইতিহাসের সূচনা ১৩০৪ সালে। প্রাচীনকালের সুন্দরী কুমারীর মতো এটিও বিভিন্ন রাজা বাদশাহ ও শাসকের হাত ঘুরে এখন স্থান পেয়েছে টাওয়ার অফ লন্ডনে। মোগল সম্রাটদের হাতে আসার পর এটি সম্রাট শাহজাহান নির্মিত ময়ুর সিংহাসনে খোচিত ছিল।

পরে সময়ের পালাবদলে মোগলদের কাছ থেকে কোহিনুর উদ্ধার করে নিয়ে যায় ইরানে। কোহিনুর নামটিও নাদির শাহের দেওয়া। নাদির শাহ নিহত হওয়ার পর কোহিনুর আসে আফগানিস্তান সম্রাট হুমায়ুনের পুত্রের কাছে। এভাবে বেশ কয়েকবার হাত বদলের পর রণজিত সিংয়ের পুত্র সেটি আনুষ্ঠানিকভাবে ১৮৫০ সালে তুলে দেন রানী ভিক্টোরিয়ার হাতে। ১০৮.৯৩ ক্যারট ওজনবিশিষ্ট কোহিনুর প্রথমে রানী ভিক্টোরিয়া ব্যবহার করতেন তার হাতে।

এরপর সেটি স্থান পায় ব্রিটিশ মুকুটে। দুর্লভ এই হীরাটির মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.