দামি হীরার গল্প এলেই ফ্যাকাসে হলুদ রঙের স্যানসি ডায়মন্ডের কথা বলতে হয়। এর ওজন ৫৫.২৩ ক্যারেট বা ১১.০৫ গ্রামের কাছাকাছি। ধারণা করা হয়, এটি ভারতবর্ষ থেকে এসেছে। ফ্রান্সের ল্যুভর জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে রাখা আছে হীরাটি। এই হীরাটি দুর্ম্যূল্য।
দ্য কালিনান ডায়মন্ড
পৃথিবীর সবচেয়ে বড় আকারের হীরার কথা এলেই কালিনানেন কথা বলতে হয়। এটি যখন প্রথম খুঁজে পাওয়া যায়, তখন এর ওজন ছিল ৩১০৬.৭৫ ক্যারেট বা ৬২১.৩৫ গ্রাম। এত বড় হীরা বিশ্বের আর কখনো বা অন্য কোথাও পাওয়া যায়নি। এর বর্তমান মূল্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। হীরাটি বেশ কয়েকটি আকৃতির দেওয়া হয়েছে।
দ্য হোপ ডায়মন্ড
বিশ্বের সবচেয়ে বিখ্যাত হীরাটি হয়তো হোপ ডায়মন্ড। নানা গল্প ছড়িয়ে আছে এই হীরাটি ঘিরে। এটির ওজন ৪৫.৫২ ক্যারেট বা ৯.১০ গ্রাম। এটি সেই গভীর নীল হীরা যা স্মিথসোনিয়ান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ওয়াশিংটন ডিসিতে রাখা আছে। এই হীরাটির বর্তমান মূল্য ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার।
দে বিয়ারস সেন্টিনারি ডায়মন্ড
সবচেয়ে নিখুঁত হীরা হিসেবে বেশ সমাদৃত দে বিয়ারস। এই হীরাটির আকৃতি খুবই সুন্দর। এটির ওজন ২৭৩.৮৫ ক্যারেট। হীরাটির বর্তমান মূল্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার। হীরাটি কাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।
দ্য স্টেইনমেটজ পিংক ডায়মন্ড
স্টেইনমেটজ পিংক হীরা বর্তমান বিশ্বের বৃহত্তম এবং নিখুঁত গাঢ় গোলাপি রঙের হীরা। এটির ওজন ৫৯.৬০ ক্যারেট। এই হীরাটি এতটাই দুর্লভ যে, এটি কাটতে ৮ জন কারিগরের ২০ মাস সময় লেগেছিল। এটির বর্তমান মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার।
দ্য মউসেফ রেড ডায়মন্ড
কথিত আছে, ১৯৯০ সালে ব্রাজিলের এক কৃষক নদীতে গোসল করতে গিয়ে ৫.১১ ক্যারেটের এই দুর্লভ হীরাটি খুঁজে পান।
পৃথিবীতে যে কয়টি হাতে গোনা লাল রঙের হীরা আছে এটি তাদের মধ্যে প্রধানতম। এটির বর্তমান মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।