বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
জমির চড়া দামের দিক থেকে এতোদিন ধরে এগিয়েছিল টোকিওর বাণিজ্যিক শহর জিনজা। এখানে প্রতি বর্গমিটার জমির মূল্য ছিল 1 লাখ 30 হাজার ডলার। কিন' ভিয়েতনামের হো চি-মিন সিটি সমপ্রতি টোকিওকে হার মানিয়েছে। অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হলেও এই শহরের জমির দাম এখন অনেক।
হো চি-মিন সিটির যেন থান মার্কেটে কেউ যদি একটি দোকানের জমি কিনতে চান তবে প্রতি বর্গমিটারের জন্য 1 লক্ষ 73 হাজার মার্কিন ডলার গুনতে হবে তাকে। তবে মজার বিষয় হলো প্রচুর অর্থ থাকলেও যেকোনো সময় জমি পাওয়া দুষ্কর। কর বিভাগ জানায়, গত দু'বছরে এখানে জমির মূল্য 40 শতাংশ বেড়ে গেছে। অন্যদিকে দেশটির জনগণের বাৎসরিক মাথাপিছু আয় মাত্র 640 ডলার। কোনো ভবনের দুই বা তিন বেডর"মের একটি অ্যাপার্টমেন্ট 1 লাখ ডলারে বিক্রি হচ্ছে বলেও ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলো জানায়।
::ভোরের কাগজ::
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।