ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
কেন যে আজ এত পড়ছে মনে
মাগো তোমার কথা
সকাল থেকেই বুকের মাঝে
চিনচিনে এক ব্যাথা
ছোট্ট বেলার দিন গুলো মা
কতই না মজা ছিল
কেমন করে সময়টা যে
কোথায় চলে গেল
সকাল হলেই ডাকতে তুমি
ওঠরে খোকা বেলা হল
স্কুলে যাবি না
দেরি করলেই পরে কিন্তু আর
সামনের সিটে বসতে পারবি না
কাঠ ফাটা সেই দুপুর রোদে
ফিরতো ঘরে তোমার ছেলে
কাজগুলো সব ফেলে রেখে
ছুটে এসে কোলে নিতে
আদর করে আচল দিয়ে
মুছিয়ে দিতে মুখ
আর কোথাও কি আছে মাগো
এমন দারুন সুখ
রাতের বেলায় পড়া শেষে
ছুটে যেতাম তোমার কোলে
আমার মাথায় হাত বুলিয়ে
ঘুম পাড়ানি গান শুনিয়ে
মন ভরাতে প্রতি রাতে
মাগো তোমার হাতের
নিবিড় ছোঁয়াই
এক নিমিষেই ঘুমের দেশে
হারিয়ে যেতাম আমি
মাগো তুমি সবার থেকে দামি ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।