ঢাকা-৬ আসনে (সুত্রাপুর-কোতোয়ালি) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান শহীদের (শহীদ কমিশনার) বাসায় অভিযান চালিয়ে ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল এবং ২৩ রাউন্ড গুলিসহ ১টি শটগান উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১০ এর অপারেশন অফিসার ফজলে রাব্বি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গেণ্ডারিয়ায় একশ কাঠার মোড়ে শহীদের বাসায় অভিযান পরিচালনা করি। রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
তিনি আরও জানান, এ ঘটনায় শহীদের বিরুদ্ধে অস্ত্র আইনে গেণ্ডারিয়া থানায় মামলা করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।