দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন ৫জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. মনির হোসেন (১৭), মো. কামরুল (২০) হেলেনা বেগম (২০), ডিম বিক্রেতা ফজলুর রহমান (২৫), পথচারী মো. ইয়াদ (১২)।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
মনিরের গলা ও ঘাড়ে স্প্লিন্টারের আঘাত লেগেছে। আহতদের মধ্যে মো. ইয়াদ স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। মসজিদে নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় তিনি হামলার শিকার হন।
জানা গেছে, ইসলামবাগ ঈদগাহ মাঠে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী জনসভা ছিল। জনসভা শেষ করে মিছিল নিয়ে নেতাকর্মীরা যাওয়ার সময় মিছিলটি লক্ষ্য করে ৪ থেকে ৫টি ককটেল হামলা চালানো হয়। এতে দলের নেতা-কর্মীরা আহত হন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।