আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা ফের শপথ নেয়া পর্যন্ত গৃহবন্দি থাকছেন খালেদা : ইকোনমিস্ট

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের শপথ না নেয়া পর্যন্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে গৃহবন্দি রাখা হবে। আজ এক প্রতিবেদনে এমন মন্তব্য প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট।

প্রতিবেদনে ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে অভিহিত করা হয়েছে। এটাকে মাইনাস ওয়ান (খালেদা জিয়াকে বাদ দেওয়ার পদ্ধতি) হিসেবেও দেখছে পত্রিকাটি।

এতে বলা হয়, ঢাকার কূটনৈতিক এলাকার ৭৯ নম্বর রোডে গৃহবন্দি অবস্থায় আছেন বাংলাদেশের প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

দলের নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে গেলেই তাদের গ্রেফতার করা হচ্ছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহাম্মদ এরশাদকে হাসপাতালে বন্দি রাখার বিষয়টিও তুলে ধরা হয়েছে এতে।

মোট ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার বিষয়ও উঠে এসেছে। পত্রিকাটির দাবি ৯২ মিলিয়ন ভোটারের ৪৮ দশমিক ৩ মিলিয়ন ভোটার ভোট দিতে পারবেনা।

এছাড়াও বাংলাদেশের অতীত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিস্তারিদ বিবরণ দিয়েছে দি ইকোনমিস্ট।

-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.