আমাদের কথা খুঁজে নিন

   

বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি আসলে আমাদের এতদিনকার জানা লিওনার্দো দা ভিনচি আঁকেন নি!!!!!



২০১২ সালের শেষ দিনে ৩১ ডিসেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকায় ৩ জন ইতালিয়ান বিজ্ঞানির একটি চমকপ্রদ গবেষনার ফলাফল প্রকাশিত হয়। এতে বলা হয় যে পৃথিবী বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি আসলে আমাদের এতদিনকার জানা লিওনার্দো দা ভিনচি আঁকেন নি!!!!! বরং একটি ছোট বিস্ফোরণ বা স্মল ব্যাং এর মাধ্যমে হঠাৎ করে এটি আকাঁ হয়ে গিয়েছে ... ব্যাপারটা খুলে বলা যাক...

রং ভরা অনেকগুলো কৌটা একটা রুমের মেঝেতে জমা করা ছিলো।কোনো কারনে সেই রুমে ১৪৪৮ সালের ২৮ মার্চ একটি বিস্ফোরন হয়। ফলে কৌটাগুলো বিস্ফোরিত হয়ে বিভিন্ন রং দেয়ালে লেগে যায়। সবচেয়ে অবাক ব্যাপার হলো দেয়ালে লাগার সময় রংগুলি একদম জায়গামত লেগেছে- চোখের মণির জায়গায় কালো রং, গালে কপালে হালকা সাদা বাদামী রং,প্রভৃতি।

বিস্ফোরনের পর ৮০-৯০ বছর বাতাস,রোদ,বৃষ্টি , বরফ, প্রভৃতি প্রাকৃতিক কারণে রংগুলি আরো সুবিন্যস্ত হয়ে একজন মহিলার রূপ ধারণ করে। শেষে ১৫২২ সালের ২৮ শে জুনমোনালিসা সৃষ্টি হয় কোনো আর্টিস্টের হাতের ছোঁয়া ছাড়াই !!!

কি ঘটনাটা বিশ্বাস হচ্ছে না?
তাহলে কিভাবে আপনি বিশ্বাস করেন কোনো সৃষ্টিকর্তা ছাড়াই একটি বিগ ব্যাঙের মাধ্যমে আপনা আপনি এই সুন্দর মানুষ, পৃথিবী,গাছপালা প্রভৃতি সব তৈরী হয়েছে???এত নিখুতভাবে ?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.