পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দুর্নীতির মামলায় গতকাল আদালতে হাজিরা দিয়েছেন। ১৯৯০-এর দশকে স্ত্রী বেনজির ভুট্টোর শাসনামলে লাখ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে জারদারির বিরুদ্ধে এ মামলা চলছে। জারদারির বিরুদ্ধে অভিযোগ, বেনজিরের দুই দফা প্রধানমন্ত্রিত্বের সময় ঘুষ গ্রহণ, মানি-লন্ডারিং এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবৈধভাবে একটি পোলো খেলার মাঠ তৈরি করেছিলেন। কিন্তু পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সাংবিধানিক দায়মুক্তির সুবিধা পাচ্ছিলেন বলে তাকে আদালতে হাজির হতে হয়নি। কিন্তু গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দুর্নীতির মামলাগুলোকে পুনরুজ্জীবিত করা হয়। শুনানি শেষে আগামী ১৮ জানুয়ারি মামলা পর্যালোচনার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। দ্য ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।