প্রেসিডেন্ট প্রাসাদ আইওয়ান-ই-সাদর ত্যাগ করছেন পাকিস্তানের বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করলেন তিনি। এর মাধ্যম প্রথমবারের মতো আরেকজন নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের পথও সুগম হয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র সিনেটর ফরহাতউল্লাহ বাবর জানিয়েছেন, এরইমধ্যে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নিজের তল্পিতল্পা সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন করেছেন জারদারি।
উল্লেখ্য, খুব শিগগিরই নবনির্বাচিত প্রেসিডেন্ট মামনুন হুসাইন পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।