একসময় তিনি মোদীর প্রশংসা করেছেন, দিয়েছেন সমর্থনের আশ্বাসও। তবে এবার সেই সঙ্গে জুড়ে দিলেন আরও কিছু শর্ত। গতকাল শুক্রবার রামদেব বলেন, আমাদের বেশ কয়েকটি দাবি রয়েছে। তবে এর মধ্যে কালো টাকা দেশে ফিরিয়ে আনাই বেশি গুরুত্বপূর্ণ। বিদেশের ব্যাঙ্কে সঞ্চিত কালো টাকা ফিরিয়ে আনার আশ্বাস দিলে তবেই নরেন্দ্র মোদীকে সমর্থন জানাবে যোগগুরুর 'ভারত স্বভিমান মঞ্চ'৷ এই টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে গ্রামোন্নয়ন হবে।
তিনি বলেন, বিজেপিও চায় বিদেশে সঞ্চিত কালো টাকা ফিরিয়ে আনতে। মোদী নিজে একজন সৎ ব্যক্তি৷ উনিও এই বিষয়ে একমত হবেন বলেই প্রত্যাশা।
এই বিষয়ে আগামী ৫ জানুয়ারি বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন রামদেব। অবশ্য আগে সমর্থনের কথা বললেও তার এই শর্ত পূরণ না হলে তিনি যে মোদীকে সমর্থন করবেন না, এদিন তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।