ভারতীয় মিডিয়া জুড়ে এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এ কারনে নিশ্চয় তার ভক্তের অভাব নেই। তারই ধারাবাহিকতায় এবার কেজরিওয়ালের পথ অনুসরণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া।
সরকারি বাংলো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপিশি তার নিরাপত্তারক্ষীর সংখ্যা কমানোর জন্যও রাজ্যপুলিশকে অনুরোধ করেছেন রাজে।
৯ হাজার স্কোয়ার ফিটের সরকারি বাংলো প্রত্যাখ্যান করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
তবে ভিন্ন জীবনযাপনের জন্য খ্যাত বসুন্ধরা রাজের এই সিদ্ধান্তে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে, বসুন্ধারার অফিসের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল সিদ্ধান্ত জানাবার আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।