আমাদের কথা খুঁজে নিন

   

মোদীকে কেজরিওয়ালের চিঠি

গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির সদ্য পদত্যাগকারী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুকেশ আম্বানি ইস্যুতে মোদীকে নিজের অবস্থান পরিস্কার করে জানানোর জন্যই এই চিঠি। এরপর কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীকেও এ বিষয়ে চিঠি লিখবেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির [আপ] প্রধান কেজরিওয়াল।

পাশাপাশি এই চিঠিগুলোর ১০ কোটি করে প্রতিলিপি বিভিন্ন ভাষায় গোটা দেশে বিলি করা হবে বলেও জানা যায়।

রিল্যায়েন্স গোষ্ঠীর সঙ্গে মোদীর যোগসূত্র আছে বলেই তিনি এ বিষয়ে চুপ রয়েছেন বলে বেশ কয়েকদিন ধরে সরব  আম আদমি পার্টি।

এবার এ বিষয়ে পদক্ষেপ নিলেন কেজরিওয়াল। কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে রিল্যায়েন্স গোষ্ঠী দেশব্যাপী গ্যাসের মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে বলে অভিযোগ তুলেছিল  আপ।

কিন্তু এ বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছিল বিজেপি। রবিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে মোদীকে একহাত নেন অরবিন্দ কেজরিওয়াল। টুইটের মাধ্যমে রিল্যায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে বিজেপির কি সম্পর্ক সে বিষয়ে প্রশ্নও তোলেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।