আমাদের কথা খুঁজে নিন

   

কেজরিওয়ালের ঘাড়ে ঘুষি

কালি ছেটানো ও চোখা চোখা বাক্যে আক্রমণের পর এবার শারীরিক নিগ্রহের শিকার হলেন আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। আক্রমণকারীর অব্যর্থ নিশানায় কুপোকাত আপ প্রধান।

শুক্রবার ঘটনাটি ঘটে হরিয়ানার চরখি দাদরিতে। একটি জনসভা উপলক্ষে এদিন সেখানে হাজির হয়েছিলেন আপ প্রধান কেজরিওয়াল। আপ কর্মী-সমর্থকদের মাঝে থাকার সময় হঠাৎই পেছন থেকে তার ঘাড় লক্ষ্য করে ঘুষি দেয় জনৈক ব্যক্তি।

অতর্কিত আক্রমণে মাটিতে বসে পড়েন তিনি।

এরপরই কেজরি সমর্থকরা ওই ব্যক্তিকে ধরে কয়েক ঘা কষান। পুলিশ এসে আটক করে তাকে। পুলিশের ধারণা, লোকসভা ভোটে টিকিট না পেয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন কোনও আপ নেতা।

এদিকে আক্রমণের কথা নিজেই টুইট করে জানিয়েছেন আপ প্রধান।

তিনি লিখেছেন, 'এখনই আমার ঘারে কেউ একজন ঘুষি মেরেছে। ওদের থেকে এই ধরনের হিংসাত্মক আচরণই প্রত্যাশা করা যায়। ' পরের টুইটেই অবশ্য আপ কর্মী সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।