আমাদের কথা খুঁজে নিন

   

কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী রাখি!

ভোট বাজারে বিনোদন টানতে বিজেপি প্রার্থী রাখি সাওয়ান্ত! তাও আবার আপ আদমি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে!

সাদা কুর্তা এবং নেহেরু কোট পরে নেত্রী হওয়ার স্বপ্নে বিভোর রাখি৷ সবাই যখন ভোটের বাজারে ক্রিম খেতে মত্ত ৷ তখন ড্রামা কুইন রাখি কি আর চুপ করে থাকার মেয়ে? একেবারেই নয়, তাই নিজেই নিজের প্রচার সারছেন ঠিক এভাবে৷

একদিকে মাফলার জড়ানো কেজরিওয়াল, অন্যদিকে বহুকষ্টে ওড়না জড়ানো রাখি সাওয়ান্ত৷ জুটিটা নাকি ভালোই জমবে!

তবে সবই আপাতত রাখির খেয়াল৷ বিজেপি মন্ত্রীরা ভোটের পরিবেশকে গরম করার জন্য রাখির থেকে উষ্ণতা ধার নেবেন কি? উত্তরের জন্য করতে হবে অপেক্ষা৷ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।