আমাদের কথা খুঁজে নিন

   

বাবা হলেন ক্যাসিয়াস

ক্যাসিয়াসের দল রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।
স্পেনের রাজধানী মাদ্রিদের রুবের আন্তর্জাতিক ক্লিনিকে সন্তানের জন্ম দেন পেশায় ক্রীড়া সাংবাদিক কার্বেনেরো। ক্যাসিয়াস-কার্বেনেরো জুটি নিজেদের নামের অংশ জুড়ে ছেলের নাম রেখেছেন মার্তিন কার্বোনেরো ক্যাসিয়াস।
জন্মের সময় তিন কেজি ৮৫০ গ্রাম ওজনের মার্তিন ও তার মা সুস্থ আছেন বলে জানান ক্যাসিয়াস।
প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দে আত্মহারা ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিজের ওয়েবসাইটে জানান, “আপনাদের সঙ্গে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত - আমার ছেলের জন্ম হওয়ার আনন্দটা ভাগাভাগি করতে চাই।”
“অপেক্ষার দীর্ঘ কয়েক মাস পর অবশেষে মার্তিন আমাদের মাঝে এসেছে”, যোগ করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাসিয়াস।  

২০০৯ সালে পরিচয় হওয়ার পর থেকে ক্যাসিয়াস ও কার্বোনেরোর প্রণয় চলছে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে তাদের সম্পর্ক প্রকাশ পায়। স্পেন বিশ্বকাপ জয়ের পরে ক্যাসিয়াসের সাক্ষাতকার নিয়েছিলেন কার্বোনেরো, যা শেষ হয় চুমুতে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.