আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীর নির্বাচনী মাঠ সরগরমে টাকা ঢালছেন প্রার্থীরা

রাজশাহীতে সিংহভাগ ভোটারদের মধ্যেই ভোট নিয়ে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা না থাকলেও অবৈধভাবে টাকা ছড়িয়ে ভোটের মাঠ সরগরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে সরকারি দলের প্রার্থীরা নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে ভোটারদের ভোটকেন্দ্রে টানার চেষ্টা করছেন।

রাজশাহীর- ৬ আসনের (বাঘা-চারঘাট) এমপি শাহরিয়ার আলমের বাড়িতে গিয়ে দেখা গেছে, বিশাল বাড়ির প্রধান ফটক থেকে মূল ফটক পর্যন্ত দুইটি লাইন ধরে দাঁড়িয়ে আছেন এলাকার লোকজন। ভেতরে ঢুকেই বাম দিকের ঘরে চলছে লেনদেন। মূল দরজায় দায়িত্বে থাকা এক কর্মী তাদের এক একজনকে ঢুকাচ্ছেন এবং পাওনা মিটিয়ে বের করছেন।

সেখানে মিডিয়া কর্মীসহ অন্যদের ভিড়তে দেওয়া হচ্ছেনা।

কেন এসেছেন- লাইনে দাঁড়ানো এক নারীকে কাছে জানতে চাইলে তিনি বলেন, বুঝেনইতো নির্বাচনী খরচ-খরচা আছে। আমরা সমিতির মাধ্যমে ভোটের কাজ করছি। তাই কিছু খরচপাতি নিতে আসছিলাম।

এছাড়া নির্বাচনের আগে উন্নয়নমূলক কাজের নামে নানাভাবে বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদরাসাগুলোতে বড় অংকের টাকা ঢেলেছেন তিনি।

আড়ানী সংরক্ষিত ওয়ার্ড কমিশনার নারগীজ জানান, মাত্র কয়েকদিন আগেও তিনি আড়ানীর পশ্চিম মিয়াপুর গোরস্থানের উন্নয়নে ২ লাখ টাকা দিয়েছেন। একই উদ্দেশ্যে টাকা ছড়িয়েছেন হরিরামপুর আলাইপুর গ্রামেও।

এ ব্যাপারে জানতে মিডিয়া কর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও তিনি কথা বলতে চাননি। এমনকি তিনি ওপরতলা থেকে নিচেই নামেননি।

এই আসনের অপর প্রার্থী রায়হানুল হকের বাড়িতেও দেখা গেছে আরেক অদ্ভুত চিত্র।

নির্বাচনের আগের দিনও তিনি চুপচাপ বারান্দায় বসে আছেন। দু'চারজন লোকজন আসছেন আর তার সহধর্মিনী বাঘা পৌরমেয়র নারগীজ বেগমের সঙ্গে কথা বলে চলে যাচ্ছেন।

এদিকে, অপর আসন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এ ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নতুন মুখ সাবেক ছাত্রলীগ নেতা আয়েনউদ্দীন আছেন ব্যস্ত মেজাজে। কেন্দ্র থেকে মনোনায়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা তার হয়ে কাজ করছেন।

অন্যদিকে আওয়ামী লীগের মনোনায়ন না পাওয়া বর্তমান এমপি মেরাজউদ্দিন মোলস্না্যা বড় চ্যালেঞ্জে পড়েছেন দলীয় নেতা-কমীদের সাথে না পেয়ে।

তার বিরম্নদ্ধেও টাকা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে তিনি যাবতীয় যানবহন খরচ দিচ্ছেন। তবে এ আসনে রাজশাহীতে জাতীয় পার্টির একমাত্র প্রার্থী শাহাবুদ্দীন বাচ্চুর অবস্থা রাজশাহী-৬ আসনের সতন্ত্র প্রার্থীর মতই। নির্বাচন নিয়ে মাঠে খুব একটা দেৌড়-ঝাপ করতে দেখা যায়নি তাকে। এ আসনেও ভোটারদের সাড়া নেই তেমন।

প্রসঙ্গত, এবার রাজশাহীর ছয়টি আসনের মধ্যে মাত্র দুটিতে নির্বাচন হচ্ছে। এর মধ্যে রাজশাহী- ৩ (পবা, মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত নতুন মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আয়েনুদ্দীন, আওয়ামী লীগের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি মেরাজউদ্দিন মোল্লা ও জেলায় জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হিসেবে শাহাবুদ্দিন বাচ্চু লড়বেন। এছাড়া রাজশাহীর রাজশাহী- ৬ আসনে সদ্য সাবেক এমপি আওয়ামীলীগের শাহরিয়ার আলমের সঙ্গে লড়বেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক।

দুটি আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। দুই আসনে মোট ১২৮টি কেন্দ্রে ভোট হওয়ার কথা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.