আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে ব্যালট পেপার ও সরঞ্জাম ছিনতাই

ঝিনাইদহের মহেশপুরে দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করে নিয়ে গেছে জামায়াত-বিএনপির কর্মীরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল কেন্দ্রে ভেতরে প্রবেশ করে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশ ছিনতাইকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি করে।

দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় লোকজন এসে ভোটকেন্দ্রে সব সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।

এদিকে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের গোয়ালহুদা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স পুড়িয়ে দিয়েছে স্থানীয় লোকজন। জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান ছিনতায়ের ঘটনা নিশ্চিত করেছেন।জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল নিক্ষেপের সময় স্থানীয় জনগণ মোমিন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে এসআই মনির জানিয়েছেন, আটক যুবক ওই এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.